প্রিয়, আমি আর বলছিনা কাউকে
আকাশের নীলে সাদা মেঘের জলে
কার নাম বুকে চেপে চলে যাই আমি দেশান্তরে,
আবেগের ঠাই নেই নাবিকের মনে।
প্রিয়, তবে তাই হোক, জানলোনা ডাঙার মানুষেরা
তোমার আমার রোদ রোদ খেলার কথা,
সাগরের নীলে একাকিত্বে ভিজে যাওয়া নাবিকের ডায়রীর পাতা,
কিছু প্রেম আর কিছু ভালবাসা।
প্রিয়, নাইবা জানলো সন্ধ্যা বেলার শুক তারা,
জোৎছনার ছলনায় তোমার চুলে হয়ে যেতাম বাধন ছাড়া,
নির্জীব অন্ধকার রাতে মনে পড়ে সে সব কথা
বলেছিলে এক মেঘলা সন্ধ্যায় নাবিকের বুকে ঠেকিয়ে মাথা।
প্রিয়, তুমি না জানাই থেকে গেলে কবিদের কাব্যে,
তোমায় নিয়ে লেখা আমার হাজারো ছন্দে
জানবে কি শহরের মানুষেরা তুমি ছিলে আমার পাশে?
পুরোনো স্মৃতি দিয়ে যায় ব্যাথা শুধু নাবিকের মনে ।
প্রিয়, তবে নাইবা জানলো মানুষ পাড়ার লোকেরা
আকাশের নীলে আঁকা খামে ছিল আমার হাজারো কবিতা,
সাগরের নীলে তাই শুধু এঁকে যাই পথের ঠিকানা।
প্রিয়, নাবিকের বুকে থাকে নীল রঙ্গের ভালবাসা।।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৯