অভিনেতা হতে চাইনি কখনো
তবু আজ আমি অভিনেতা।
একের পর এক করে যাচ্ছি অভিনয়
জীবনের নাট্যমঞ্চে।
নিজের সাথে নিজেই খেলছি
আর মজা নিচ্ছ সবাই
আমার হাসিতে তোমরা হাসছ
ভাবছ, আমি নিখাদ মানুষ না
নইলে, নিশ্চয় এতক্ষণ ভেঙে যেতাম।।
আমি যে নক্ষত্রের মত জ্বলছি
তোমরা দেখছ কি সুন্দর শোভা
আমি সূর্যের মত দহিতাচ্ছি
তোমরা নিচ্ছ উত্তাপ
ইভাল্যুয়েশন রাউন্ডে শ্রেষ্টর অভিনেতার মধ্যে গিয়েও
পুরস্কার না পাওয়া;
অন্যের হাতে দিচ্ছি তুলে হেসে হেসে
কত উদার আমি।।
হা হা হা,
ভাবছ, আমি নিখাদ মানুষ না
নইলে, নিশ্চয় এতক্ষণ ভেঙে যেতাম।।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪১