প্রিয় ব্লগার ভাই ও বোনেরা,
আমার ''বাংলা ব্লগের জেন্ডার সংবেদনশীলতা যাচাই সংক্রান্ত গবেষণার'' জন্য নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমার গবেষণায় সাহায্য করার আকুল আবেদন জানাচ্ছি....
১০ জন নারী ব্লগার এবং ১০ জন পুরুষ ব্লগার এর সাক্ষাৎকার একান্ত প্রয়োজন এছাড়াও আপনাদের পরামর্শের জন্য চিরকৃতজ্ঞ থাকিব...প্রয়োজনে মেইল করতে পারেন অথবা এখানেই উত্তর দিতে পারেন....
e-mail : [email protected]
০১৭১৭৮৮৭০৭০
প্রশ্ন ১. আপনি কতদিন ধরে ব্লগ ব্যবহার করছেন ?
প্রশ্ন ২. আপনি কি নিয়মিত ব্লগ লিখেন ?
প্রশ্ন ৩. ব্লগে অশ্লীল শব্দ, বাক্য ও ভাষার ব্যবহারকে আপনি কিভাবে দেখেন ?
প্রশ্ন ৪: আপনি কি এ ধরনের অশ্লীল শব্দ, বাক্য ও ভাষার মাধ্যমে আক্রমনের শিকার হয়েছেন.? হয়ে থাকলে তা কী ধরনের .?
প্রশ্ন ৫: কিংবা আপনি কি এ ধরনের অশ্লীল শব্দ, বাক্য ও ভাষার ব্যবহার করেছেন ? যদি করে থাকেন কেন..??
প্রশ্ন ৬ : ব্লগে অশ্লীল শব্দ, বাক্য ও ভাষার ব্যবহার এর ধারা কিভাবে পরিবর্তন সম্ভব বলে আপনি মনে করেন.?
প্রশ্ন ৭ : আপনি মনে করেন ব্লগে নারীদের হীনভাবে উপস্থাপন করা হচ্ছে..??
প্রশ্ন ৮ : ব্লগে নারীদের হীনভাবে উপস্থাপন করাকে আপনি কিভাবে দেখেন.?
প্রশ্ন ৯ : এর ফলে কী নারী ব্লগারদের সংখ্যা কমে যাচ্ছে ?
প্রশ্ন ১০: ব্লগে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনার মতামত কী.?