আমার মাস্টার্স এর গবেষণার জন্য এই সংক্রান্ত কিছু তথ্য প্রয়োজন। সাহায্যকারীর নিকট কৃতজ্ঞ থাকিব।
ব্লগে জেন্ডার অসংবেদনশীল শব্দের প্রয়োগ বেশি।
ব্লগে নারী ব্লগারদের সংখ্যা নগন্য।
ব্লগে অনেক বেশি পুরুষতান্ত্রিক মনোভাব লক্ষ্য করা যায়। বাংলা ব্লগের আধেয়তে নারীদেরকে হীনভাবে উপস্থাপন করা হয়।
১. ব্লগাররা জেন্ডার অসংবেদনশীল ভাবে কোন মন্তব্য লিখছেন কিনা তা যাচাই করা।
২. শব্দ, ভাষা-বিন্যাস, সংলাপ ইত্যাদিতে লিঙ্গ পক্ষপাতদুষ্টতা যাচাই।
৩. ব্লগে নারী-পুরুষের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি।
৪. নারীর বিপরীতে পুরুষের অবস্থান।
৫. ব্লগ যে সমাজের মতাদর্শ প্রচার করে, সে সমাজ নারীকে কী চোখে দেখে।
৬. ছবি ব্যবহারের ক্ষেত্রে নারীর ছবি কিভাবে প্রকাশিত হয় তা দেখা।
৭. নারীর উপস্থাপন।
হয়।
ব্লগে জেন্ডার অসংবেদনশীল শব্দের প্রয়োগ বেশি।
ব্লগে নারী ব্লগারদের সংখ্যা নগন্য।
ব্লগে অনেক বেশি পুরুষতান্ত্রিক মনোভাব লক্ষ্য করা যায়।
বাংলা ব্লগের আধেয়তে নারীদেরকে হীনভাবে উপস্থাপন করা হয়।