চিত্রা,
আমাকে দূরে সরিয়ে
কি এমন সুখে আছো
তার চেয়ে আরেকবার ভেবে দেখো
ছোট্ট সোনালি ভবিষ্যতের!
/ প্রত্যাখান
জানিনা সত্যিই কতটা ভালো আছো এবং সুখে। তবে আমি ভাল নেই। হয়তো আমার ভবিষ্যত আমাকে অভিশাপ করেছে। যা কখনো বিশ্বাস করিনি সেই নিয়তি কিন্তু আমাকে পিছু ছাড়েনি।
ভালবাসলে নাকি নারীরা নরম নদী হয়ে যায় আর পুরুষেরা জ্বলন্ত কাঠি। ভাল তো তুমি আর বাসোনি তাই নদী হওয়ার ঝামেলাও তোমার নেই। তবে সত্যিই আমি জ্বলন্ত কাঠ হতে পেরেছি।
তুমি এবং আমি অর্থাৎ আমাদের সম্পর্কের ব্যাপারে আমরা যতটা পরিষ্কার, আমাদের চারপাশের মানুষগুলো ততোটাই অপরিষ্কার। আমার দুঃখ কি জানো, কোন মায়ার বাধনে বাধতে পাররাম না তোমাকে অথচ অনেকেই আমাদের নিয়ে বেধে ফেললো।
তুমি ফোন করবে বিধায় কতটায় না অপেক্ষায় থেকেছি, অথচ তুমি ফোন করলেনা।
কী আশ্চর্য !!!
এবারই প্রথম নিজেকে খুব দরিদ্র মনে হচ্ছিল। এতাটাই হতভাগা যে আমার একটা সেল ফোনও নেই।
নেই অবশ্য অনেক কিছু যার হিসেব মিলাতে গেলে আমার যোগ বিয়োগের খাতাটি শূন্যই থাকবে।