মেঘবতী,
এই চিঠি লেখা তোমাকে ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছিনা। রুচিবোধের ব্যাপার যদি বল তাহলে বলি মোটেও ঠিক হচ্ছে না। কিন্তু কি করবো বল, আমার না বলা কথাগুলো যখন আমার নিজের বহন করার ক্ষমতা থাকেনা তখন লেখা ছাড়া আমার আর কি কোন পথ খোলা আছে?
হয় তুমি নিজের স্বার্থ দেখ কেবলি অথবা তুমি ভীতু। এর বাইরে অন্য কোন স্বতন্ত্র অবস্থান থাকতে পারেনা। স্বার্থপরতা তোমার একান্ত ভোগ লালসার বিষয়বস্তু।
এতোদিন দুরে দুরে থেকে আমার একবারও ইচ্ছে জাগেনা অন্য কোন নারীর স্বপ্নে বিভোর হই। আমি কি পারি না সব ছেড়ে-ছুড়ে নিজের মত একলা স্বপ্নে স্বপ্নচারী হতে?
আমি আমার ক্ষমতা সম্পর্কে ভাল করেই জানি। আমি তোমাকে ভালবাসি, পছন্দ করি, নিজের মত করে পেতে চাই। প্রশ্ন করতে পার “তোমাকে” কেন? আমি উত্তর দিতে পারব না। বিশ্ববিদ্যালয়ে সুন্দরী, স্মার্ট অনেক তরুণীই আছে, তাদের ছাপিয়ে তোমাকে কেন ভাল লাগে জানি না।
১০ ডিসেম্বর তোমার ২১ বছর পুরো হচ্ছে। আমি জানি তুমি আরও বড় জীবনের জন্য আমাকে প্রত্যাখ্যান করবে। আমিও একদিন নিশ্চিত এই অবস্থান থেকে আরও ভালো অবস্থানে যাবো। তবে তুমি থাকবে না সেদিন পাশে।
যদি শেষবারের মত হিসেব নিকেশ মিলাতে পারো তবে বল। দুটো বছর ওয়েট করতে পারলে আমি সব করতে পারব। তুমি আমাকে বিশ্বাস করতে পার। এ মূহুর্তে নিশ্চয় আমার অবস্থান থেকে ভাল পাত্র পাবে। কিন্তু এখন আমি কি আশায় কোন স্বপ্নে তোমাকে আমার করবো।
মেঘবতী মেঘ দেখলেই কেন উদাস হও, পলাতক হও অন্তরালে? আমি সাহসী নই, ঝড় ঝাপটায় আগলে রাখতে পারবো না তোমাকে।
তোমার
........................................
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৬