UPWORK হচ্ছে একটি অনলাইন আর্নিংস মার্কেটপ্লেস। এ ধরনের মার্কেটপ্লেসে আমারা কম্পিউটার রিলেটেড যে কোন কাজ করে টাকা ইনকাম করতে পারি।
এ ধরনের মার্কেট প্লেস গুলোতে কাজ করার জন্য, আমাদেরকে প্রথমেই যা শিখতে হবে, তা হলো – মার্কেটপ্লেস গুলো সম্পর্কে বিস্তরিতভাবে জানতে হবে। এবং নেটে কাজ করতে গেলে, যে কাজটি আমাদের প্রথমেই শিখতে হবে, তা হলো এস, ই, ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান।
মার্কেট প্লেসের মধ্যে আর একটি উল্লেখযোগ্য সাইট হলো ইলেন্স। তবে বর্তমানে UPWORK এবং ইলেন্স যৌথ প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে।
এটি একটি সহজ কাজ এবং শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিং জানা থাকলেই আমরা কাজটি শিখতে পারি।
এস, ই, ও দিয়ে আমরা শুরু করতে পারি। কারন যিনি এস, ই, ও জানেন তিনি এ ধরনের মার্কেট প্লেসের অনেকগুলো কাজের সেক্টরে কাজ করতে পারেন।
এর পর কম্পিউটারের যে কাজে আমাদের আগ্রহ বেশী, সে কাজে ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এটিই হচ্ছে সফলতার মূল চালিকাশক্তি।
আউটসোর্সিং সম্পর্কে আরো জানতে এই লিংকে ক্লিক করুন।
আউটসোর্সিং