মাঝরাতে অসমাপ্ত লেখাগুলো যেন প্রাণ ফিরে পায়
কুশ্রী অক্ষরগুলো আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে
ছোটাছুটি করে উন্মাদ উদ্ভ্রান্তের মত
বেয়নেটের ধারালো ফলার মত ছুরি দিয়ে আমায় ক্ষতবিক্ষত করে
আমি নেশাখোরের মত লাল চোখে চেয়ে থাকি
সহস্র বছরের ঘুমেরা এসে মৃত্যুবরণ করে
কাকের মত কালো আধারে দূর থেকে কোথাও শকুন ডাকে
জানালার কার্নিশে মা চড়ুইটা নতুন কেচ্ছা বাঁধে
ভোরের ক্ষীণ আলো এসে ওদের শান্ত করে
সম্পূর্ণতার মিথ্যে আশ্বাসে ওরা সান্ত্বনা পায়
টানটান হয়ে আসা শিরা-ধমনীরা নেতিয়ে পড়ে
আহত বিচ্ছিন্ন ঘুমেদের গাজার মত টেনে নেই
অবসন্ন নিথর এই দেহ হারিয়ে যায় অন্য কোন জগতে।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৯