হতে পারে, হতেও পারে
তোমার শরীর পুরোটাই, পা থেকে মাথা
তোমার কাছে অঙ্গ-প্রত্যঙ্গ
অথবা হাত-পা, আরো কিছু।
কিন্তু আমি শুধু দেখতে পাই
তোমার শরীর, শুধুই শরীর, শতভাগ শরীর
শরীরের অন্যকোন নাম নেই
ঘাম নেই, বিকল্প নেই।
পতাকা অথবা মানচিত্রের মতো
তোমার শরীর যুদ্ধে জড়ায় না
যুদ্ধ করে না, প্রয়োজনও নয়
যুদ্ধ নয় শান্তি চাই, এই কথাও বলে বেড়ায় না।
তোমার শরীর স্পর্শ করার চেয়ে
স্পর্শ করার তীব্র আকাঙ্ক্ষাটাই
আমার কাছে দীর্ঘ আনন্দের,
বরাভয়ের এবং সাধনার বিড়াল পোষার মতো।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১২ সকাল ৯:১৭