হঠাৎ হঠাৎ কিছু কবিতার কণা এসে হৃদয়ের বিষণ্ণ সৈকতে আছড়ে পড়ে। তারই কিছু কুড়িয়ে নিয়ে বুকের তোরঙ্গে তুলে রেখেছিলাম। তারই কিছু অংশবিশেষ -----
১। সেদিন ওই লম্পট চাঁদের অশ্লীল জোছনা তোমার দেহ ছুঁয়েছিলো,
এবং বেহায়া বৃষ্টি তোমার শরীর বেয়ে নামতে গিয়ে
প্রচন্ড তৃষ্ণায় পান করে ফেলছিল তোমার ভয়াবহ ওষ্ঠ;
এরপর থেকে আমি হিংসা করি বৃষ্টি, ঘৃণা করি জোছনা।।
২।
ড্রেন ও মিউনিসিপ্যালিটির ডাস্টবিন উপচানো উৎকট গন্ধে -
উচ্ছল রোমান্টিকতা মরে যাচ্ছিল
শেষে অনেক চেষ্টায় তাকে বাঁচিয়ে দিলো
ফুলার রোডের সোডিয়াম-নিয়ন সন্ধ্যা,
চারুকলার নির্ঘুম-চন্দ্রগ্রস্ত রাত্রি;
এবং বৃষ্টির নাম করে মেঘ থেকে নেমে আসা
অজস্র দেবদূত।।
৩।
ভালো থেকো নিঃসঙ্গতার সোডিয়াম সন্ধ্যা ,
ভালো রাখার, সঙ্গী হবার দিন ফুরিয়েছে ;
রাতের জমজমাট আড্ডাদের ম্লান করে ,
চলে যাও ,হারাও প্রয়োজনের গভীরে ;
তোমার ফসিল হয়ে বেঁচে থাক-মায়াবী অনুভূতিগুলো।
যারা একদিন বাঁচতে শেখাতো, বাঁচার মত করে ,
কোমল স্পর্শে হৃদয়ে জাগাতে ভবঘুরে নেশা।। "
৪।
আমি নির্বাচিত হলে,
আইন করে জগতের সব প্রেমিকার সর্বগ্রাসী,
হৃদয়বিদারি হাসি নিষিদ্ধ করবো,
বাঁচাবো প্রেমিকের সর্বস্ব সম্পদ-
এই আমার নির্বাচনী অঙ্গীকার।।
৫। চোখে যখন ঘুম আসে মোর ,
যাই তলিয়ে ঘুমে,
তোমায় নিয় স্বপ্নে ভাসি
পাই লোভাতুর চুমে ।
ভালোবাসি তোমায় আমি
ছন্দ, সুর ও কাব্যে,
তুমি কভু একা বসে
এই আমাকে ভাববে?
৬। নিঃসঙ্গ বৃষ্টিবিলাস
------------------------------
ওই দুটো চোখের বিষন্ন অশ্রু
আমাকে অনায়াসেই ভিজিয়ে দিতে পারতো ,
শহুরে যান্ত্রিকতায় এসিড বৃষ্টি আমায় প্রতিদিনই কাকভেজা করে দেয় ।
চোখের ভেতরে আকাশ জন্ম নেয়,
অশ্রুরা বৃষ্টি হয়ে মৃত্তিকার ঘ্রাণ ছুঁতে পেরেছে,
শুনেছি দুঃখগুলোকে সবাই মেঘ বলে ডাকে।
#কাকভেজা_অনুভূতি
৭। " একটি অযাচিত চাওয়া "
বাদলের এই মিষ্টি -মাতাল হাওয়ায় ,
তুমি ছিলে আমার মনে ,
আমার মনের একটু আকুল চাওয়ায় ।
সাত সরোবর পার হয়ে যাই ,
তোমায় ভেবে ভেবে ।
আকাশটাকে ছুঁয়ে যাই আনমনে,
তুমি তোমার কোমল হাতের মাঝে
এই আমারই হাতখানি কি নেবে ?
০৭/০৫/২০১৪
২৪/০১/১৪২১
৮ ।
এই শহরের সবচেয়ে বিশুদ্ধ ফুলে
একটিও ভ্রমর বসতে দেখিনি ,
ঠিক একইসাথে নষ্ট ফুলের গায়ে দেখি অজস্র লুলোপ ভ্রমর ।
অথচ সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে,
ভ্রমর বিষয়ক জটিলতায় সভ্যতার আদিমরূপে ফিরে যাওয়া;
অতিআধুনিকতা এবং প্রগৈতিহাসিকতা সমার্থক কিনা সেটা এক অর্বাচিন প্রশ্ন।
৩০/০৮/১৬
৯।
আমাকে পূর্ণতা দাও ভালোবাসতে চাইবো,
অপূর্ণতায় ভোগাও,একইসাথে বাঁচতে চাইবো;
অবহেলা করো , তা থেকেই ফোটাবো নীল অপরাজিতা;
ধ্বংস করতে উদ্যত হলেই ঘৃণা করে চলে যাবো।
০১-০৯-১৬ইং
১০।
"স্বপ্নালু নিদ্রার ঘোর দেখছিলাম প্রিয়ার দুচোখে,
এর মধ্যেই যে ফুরিয়ে গেছে হাজার বছর-
টের পাইনি;
এখন আমি প্রত্নতত্ত্ব জাদুঘরের একটি অতিপ্রাচীন নিদর্শন ।"
১১।
ওই অসহ্য সুন্দর মেঘে ঢাকা আকাশের
পাঁচ টাকার কয়েন আকৃতির টলটলে উজ্জ্বল, নিঃসঙ্গ চাঁদটাকে,
নিকোটিন শলাকায় পুড়িয়ে পুড়িয়ে,
ধোয়ার সাথে উড়িয়ে দিতে ইচ্ছে করছে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৩