মা তোমায় নিয়ে কি লিখব
ভাবতে গেলেই যেন মনে হয়
শূন্য হয়ে আসে শব্দ ভান্ডার
সব শব্দই যেন অর্থহীন
এই শব্দের কাছে ।
শুধু জিজ্ঞাসা করি
আর কোন দিন কি চাইবেনা ফিরে
বলবেনা কথা ?
মা ওমা মাগো
তুমি কি আমার ডাক শোন না?
কেন তোমার ঘুম ভাঙ্গেনা
কেন কথা বল না মা ?
তুমি কি বুঝ না
তুমি ছাড়া অর্থহীন এই ভূবন
আশ্রয়হীন এই ধরনী?
তুমি কি জান না
তুমি পাশে থাকলেই পাই শক্তি
পাই এগিয়ে যাওয়ার সাহস ।
তুমি পাশে থাকলেই যেন রং
ছড়িয়ে পড়ে চারদিকে
আর না থাকলে মনে হয়
তিমির নেমে আসে ।
তোমাকে হাসানোর জন্য
কত কৌতুক বলি তোমার কানে কানে
তবু হাসনা
কেন এখন এত র্নিবিকার তুমি মা?
তোমার একটু বকুনি শোনার জন্য
জেনে শোনে অপরাধ করি
তবু তুমি বকনা কেন মা ?
তোমার এই ঘুম না ভাঙ্গুক
না বল কথা তুবও রাজি
এইটুকু স্বান্তনা তবুও আছ চোখের কাছে
চলে যেওনা মা ঐ দূর আকাশে ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ দুপুর ২:০০