সুরা আর্-রাহমান আয়াত ৩৫ - ৫৯
৩৫। তোমাদের উভয়ের জন্য পাঠানো হবে আগুনের শিখা ও তামার স্ফুলিংগ, তখন তোমরা সাহায্য পেতে পারবেনা।
৩৬। তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৩৭। আর যখন আকাশ বিদীর্ণ হবে এবং হয়ে যাবে রংকরা চামড়ার মতো লাল,-
৩৮। কাজেই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৩৯। অতএব সেদিন কোনো মানুষকেই প্রশ্ন করা হবেনা তার অপরাধ সম্বন্ধে, না কোনো জিনকে।
৪০। সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৪১। অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার দ্বারা, কাজেই তাদের পাকড়ানো হবে চুলের ঝুঁটিতে ও ঠেংগুলোয়।
৪২। অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৪৩। এইটিই জাহান্নাহ যেটিকে অপরাধীরা মিথ্যা বলত।
৪৪। তারা ছুটাছুটি করবে এর ও ফুটন্ত পানির চারিদিকে।
৪৫। তাই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৪৬। আর যে তার প্রভুর সামনে দাঁড়াবার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি স্বর্গোদ্যান-
৪৭। অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৪৮। দুটোই ঘন ডালপালাবিশিষ্ট।
৪৯। সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৫০। তাদের মধ্যে বয়ে চলেছে দুটি নদী।
৫১। কাজেই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৫২। এ দুটোই রয়েছে প্রত্যেক ফলমূলের জোড়া জোড়া।
৫৩। অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৫৪। তারা হেলান দিয়ে বসবে গালিচার উপরে যার আস্তর কারুকার্কযময় রেশমের। আর উভয় জান্নাতের ফল ঝুলতে থাকবে।
৫৫। কাজেই তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৫৬। তাদের মধ্যে রয়েছে সলাজ-নম্র আয়োতলোচন,- এদের আগে কোনো মানুষ তাদের স্পর্শ করেনি আর জিনও নয়।
৫৭। সুতরাং তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
৫৮। তারা যেন চুনি ও প্রবাল।
৫৯। অতএব তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?
নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে বক্তব্যের মাঝে এবং কোনো কোনো সময় একটি পুর্ণ বাক্যের মাঝখানে "তোমাদের প্রভুর কোন্ অনুগ্রহ তোমরা উভয়ে অস্বীকার করবে?" এইকথা বারবার বলার কারন কি?
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৪