হযরত আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (সঃ) বলেছেন, আল্লাহপাক সাত প্রকার মানুষকে হাশরের দিন স্বীয় আরশের ছায়াতে স্হান দেবেন, যে দিন তার আরশের ছায়া ব্যতী্ত অন্য কোন ছায়া থাকবেনা। সে সাত শ্রেণীর মানুষ হল -
(১) আদেল ও ন্যায়পরায়ণ বাদশাহ।
(২) ঐ যুবক যে আল্লাহর এবাদত বন্দেগীর মধ্য দিয়ে বেড়ে উঠেছে।
(৩) যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে মসজিদ থেকে বের হওয়ার পর পূনরায় মসজিদে ফিরে না আসা পর্যন্ত।
(৪) যে দু'ব্যক্তি একমাত্র আল্লাহর উদ্দেশে পরস্পরকে ভালবাসে এবং আল্লাহর জন্যই পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়।
(৫) যে ব্যক্তি আল্লাহর স্মরণে নীরবে অশ্রু ঝরায়।
(৬) যে ব্যক্তিকে কোন রুপসী নারী অপকর্মের জন্য আহবান করে এবং সে এই বলে তার আহবান প্রত্যাখান করে যে, আমি আল্লাহকে ভয় করি।
(৭) যে ব্যক্তি এমনভাবে কোন দান সদকা করে যে, তার ডান হাত কি দান করল তা তার বাম হাতও টের পায়না। সূত্র - বোখারী, মুসলিম
এখন একটা সম্ভাব্যতার অংক।
হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে স্হান প্রাপ্ত কোনো মুসলমানের নারী কিংবা পুরুষ হওয়ার সম্ভাব্যতা কত?
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:১৭