নেই কোন ট্রলারের আওয়াজ, নেই হোটেল রেস্তোরার বড় বড় অট্টালিকা, নেই গাঢ়ো লিপিন্টিক মাখা চকমকে জামা পড়া লোকজনের ভিড়, নেই হলুদ পেন্টের সাথে লাল শার্ট পড়ে অমানানসই সানগ্লাস পড়া লোকজনও।
প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেছি। বিছানাকান্দিতে বড় পাথরের কারনে শ্রোতের সাথে স্লাইড করা না গেলেও এখানে নিজেকে ভাসিয়ে দিতে পারবেন শ্রোতের সাথে ডালের দিকে। আর মেঘালয় কন্যাকে খুব কাছ থেকে দেখার সুযোগ তো রয়েছেই।
খুব বেশি পরিচিত যায়গাগুলো এড়িয়ে চলা শুরু করেছি অনেক আগেই। টুরিজমের ঝলকানি আর প্রকৃতিকে আর্টিফিসিয়াল বানিয়ে ফেলা পছন্দ নয় কখনো। তাই খুঁজে ফিরি নতুন কিছু। পেয়েও গেলাম মনের মত এই যায়গাটি। সুধু এই জায়গা নয় আসপাশে আছে আরো আকর্ষনিয় বেশ কয়েকটি স্পট। গেলে পয়সা উসুল গ্যারান্টেড।
যেতে পারবেন সুনামগঞ্জ শহর থেকে সোজা বাইকে। ২ ঘন্টার পথ। কোন ইনফো লাগলে নক করতে পারেন ফেসবুকে।
এই এলাকা নিয়ে আমার আরেকটি পোষ্টের লিংক,এখানে ঐ এলাকার ডিটেইলস দেয়া আছে।
https://www.facebook.com/groups/mail.tob/permalink/10153035511401790
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০