এটাই বঙ্গবন্ধুর দল ? কি জানতাম, আর কি দেখলাম? আপনাদের ভুলে গেলে চলবেনা, আপনাদের দলের সাথে বঙ্গবন্ধুর নাম জড়িত।
যে আওয়ামীলিগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে এতদিন যেনে এসেছি, তারা আজ এটা কি দেখালো? এই আধুনিক যুগে এসে, বর্বর অশিক্ষিতের মত এমটা করা হবে, তাতো আমি ভাবতেও পারিনি। এটাইকি স্বাধীনতার চেতনা? তাহলে তো চেতনাই প্রশ্নবিদ্ধ হয়ে গেলো ! কি ছিলো মুক্তিযুদ্ধের চেতনা? এমন ভোট চুরি? জনগনের অধিকার সিনতাই? এ জন্যই স্বাধীন হয়েছিল দেশ?
আমিতো ভেবেছিলাম বি এন পির জালাও পোড়াওয়ে এমনিতেই আওয়ামীলীগ ভাল রেজান্ট করবে, কিন্তু একি দেখলাম! জনগন কি সব মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে?
জনগনই আপনাদের সব ! সকল ক্ষমতার উৎস ! তাদের দ্বারা নির্বাচিতদের ছাড়া কারো অধিনে নির্বাচন করতে আপনি রাজি নন ! সেই জনগনরেই ভোট দিতে দিলেন না?
আপনার অধিনেই সুষ্ঠ নির্বাচন সম্ভব ! আমেরিকার নির্বাচন ব্যাবস্থার সাথে নিজেদের সততা তুলনা করেন! এই সব কথার কি হইল তাইলে? মাথাতো আমার ঘুরান্টি দিতাছে...এতদিন যা কইলেন সব মিথ্যা প্রমান কইরা দিলেন?
কি পার্থক্য থাকলো বি এন পির সাথে আপনাদের?
ঢাকার বাইরে যা করছেন করছেন, এই ঢাকার বুকে, শত শত ক্যামেরার সামনে, হাজারো কুটনিতিকের চোখের সামনে এভাবে আওয়ামীলীগকে উলঙ্গ করে দিলেন? এসব অথর্ব বুদ্ধি কার মাথা থেকে আসে আল্লাহই জানে। যার মাথা থেকে আসুক না কেন, সেটা আওয়ামীলীগের জন্য যে কতটা খারাপ হল তা বোধ করি সময়ই প্রমান করবে।
হায়রে চুরির সপক্ষের শক্তি, এই নির্বাচনে না হয় জিতলেন, কিন্তু কি যে হারালেন তা যদি বুঝতেন !!