সূরা আল-বাকারা এর ৭৮ নং আয়াতে মহান আল্লাহ্ তায়ালা বলেন, " তোমাদের কিছু লোক নিরক্ষর। তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না। তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই।"
আমাদের মধ্যে যারা আল-কুরআন আরবিতে পড়তে জানেন তারা উত্তম এবং যারা আরবিতে পড়তে জানেন এবং অর্থসহ বুঝতে পারেন তারা অতিউত্তম। কিন্তু বেশির ভাগ মানুষই আরবি ভাষা জানেন না এবং বোঝেন না। তাহলে কি আমরা কোন দিনও আল-কুরআন এ মহান আল্লাহ্ তায়ালা কি বলেছেন তা জানবো না বা বুঝবো না? আল-কুরআন তো সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ নাযিল হয়েছে এবং পথ প্রদর্শনকারী রূপেও। আমরা তো কত বড় বড় উপন্যাস, গল্পের বই, ইত্যাদি জাতীয় বই পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি, শুধু এই গ্রন্থটাই পড়া বাকি আছে। আমাদের কি উচিৎ না আল-কুরআন জীবনে একবার হলেও পড়ে শেষ করা? বোঝা? সারা জীবন কি শুধু কল্পনা করেই কাটাব? আরবি না বুঝি কিন্তু বাংলা বোঝার সামর্থ্য মহান আল্লাহ্ আমাদের সবাইকে দিয়েছেন। তাহলে আসুন না বাংলা অর্থসহ একবার পড়ি এবং বোঝার চেষ্টা করি। খুব কঠিন কিছু হবে না আশা করছি । ধৈর্য থাকলে অসম্ভব কিছু না। আর পবিত্র রমজান মাস তো আল-কুরআন পড়ার জন্য সবচেয়ে উত্তম সময়।
আমি আপনাদের জন্য ব্যাপারটা সহজ করে দিচ্ছি। আল-কুরআন এ সর্বমোট ১১৪ টি সূরা আছে এবং তাতে ৬৬৬৬ টি আয়াত আছে।
আজ ৫ম রমজান, যদি ২৯ টি রোজা ধরি তাহলে আমাদের হাতে আছে ২৪ দিন, মানে আপনি যদি দিনে কমপক্ষে ২৮০ টি করে আয়াত পড়েন তাহলে এই রমজান মাসেই পুরো কুরআন শরীফ ই পড়া হয়ে যাবে। দিনে ১ থেকে ১.৫ ঘণ্টা সময় দিলেই যথেষ্ট।তবে ইচ্ছা থাকাটা জরুরী।
যারা আন্ড্রয়েড মোবাইল বা ট্যাব ব্যবহার করেন এবং মবাইলে বা ট্যাবে পড়তে চান তাদের জন্য আল-কোরআন (বাংলা) এই অ্যাপসটির Mediafire Link নিচে দিলাম, ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন......
আর যারা ল্যাপটপ বা ডেক্সটপে PDF ফাইল হিসাবে পড়তে চান তারা নিচের Mediafire Link থেকে ডাউনলোড করে নিন।
আল-কোরআন ( বাংলা) PDF ফাইল ডাউনলোড লিঙ্ক
ডাউনলোড বা ইন্সটল করতে কোন সমস্যা হলে আমাকে জানাবেন। চেষ্টা করব সমাধান করে দিতে।
*মোডারেটরদের প্রতি বিশেষ অনুরোধ এই পোস্টটি স্টিকি করে আরো বেশি মানুষের মাঝে ছড়িয়ে দিতে সহযোগিতা করুন। আশাকরি সওয়াবের ভাগীদার আপনিও হবেন। *