সামুর ইতিহাসে যে সমস্থ ব্লগাররা তাদের অমূল্য সময় এবং শ্রম দিয়ে শত শত পোষ্ট করে সামহোয়্যার ইন ব্লগকে সমৃদ্ধশালী করেছেন এবং নিজেদের নিয়ে গেছেন সেরা ব্লগারদের তালিকায় তারা কি পোষ্ট দিয়ে বা কোন পোষ্ট দিয়ে তাদের ব্লগিং জীবন শুরু করেছিলেন এই প্লাটফর্মে সেটা জানতে পারলে কেমন হয়? হ্যা তাই আপনাদের জন্য নিয়ে এলাম সেরা ব্লগারদের প্রথম পোষ্ট সংকলন। এত ভাল ভাল ব্লগাররা কি লিখে তাদের ব্লগিং জীবন শুরু করেছিলেন সেটাই জানাব আপনাদের। আসলে প্রথম সব কিছুই একটু আলাদা, একটু আনকোরা এবং এর অভিজ্ঞতাই আলাদা। তাই চলুন আনকোরা স্বাদ নিয়ে আসি। আর দেরি না করে শুরু করা যাক-
ব্লগার ইমন
জুবায়ের ভাইয়ের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে শুরু করছি উনাকে দিয়েই। মৃত্যুর আগ পর্যন্ত উনি লিখেছেন ১৫০০টি অসাধারণ পোষ্ট।কি ছিল উনার প্রথম পোষ্টে দেখে নিনঃ রবীন্দ্রনাথ
সামুকে যারা সমৃদ্ধশালী করেছেন তার মধ্যে নাফিস ইফতেখার একজন যিনি সামুতে এপর্যন্ত ৪৩৪ টী পোস্ট করেছেন।উনার প্রথম পোষ্টটা ছিল অনেকাটা সামুকে তেল মারা পোষ্ট। পোষ্টা দেখুনঃ
আমার প্রথম ব্লগ.......... । আরেক কিংবদন্তি ব্লগার যার নাম কৌশিক । তিনি এপর্যন্ত পোস্ট করেছেন ২১১৫ টি এবং আমার মনে হয় উনিই সামুতে সবচেয়ে বেশি পোষ্টের মালিক। উনার প্রথম পোষ্টা ছিল অসাধারন, দেখুন পোষ্টাঃ মেয়েটিকে এখনও গতর বেচতে হয়! ।
এখন যার নাম বলব তিনি সবার পরিচিত বিডি আইডল ভাই। উনি এপর্যন্ত পোস্ট করেছেন ৪৬৫ টী। তবে আশ্চর্যজনক হলেও সত্য উনার প্রথম পোষ্টা খুঁজে পাই নি। উনি মুছে দিয়েছেন। তবে মুছার পরে যে পোষ্টা প্রথম তা হলঃ দু:খিত এই ব্লগে কোন পোষ্ট নেই ।
ব্লগার ফিউশন ফাইভ এর নাম আমরা সবাই কম বেশি জানি।উনি এই ব্লগে এপর্যন্ত ৩৭৫ টি পোষ্ট করেছেন। উনার প্রথম পোষ্টটা দেখে নিনঃ সবার উৎসাহ পেলে নিয়মিত লিখব
ব্লগার রাগিব পোষ্ট করেছেন ২৪৭ টি এবং উনার প্রথম পোষ্টটা দেখুনঃ বাংলা ভাষার বিশ্বকোষ ।
ব্লগার হাসান মাহবুব ভাই মানে হামা ভাই নামে পরিচিত, ব্লগ লিখছেন ৫ বছরেরও উপরে। উনি এপর্যন্ত পোষ্ট করেছেন ১৯৭ টি।উনার প্রথম পোষ্টটা ছিল একটা কবিতা কিন্তু উনি প্রথম পোষ্টেই বাজিমাত করেছিলেন। উনার প্রথম পোষ্টে ৩৩৬টা মন্তব্য পড়েছিল। পোষ্টটা দেখে নিনঃ টু লাভবার্ডস ।
ব্লগার রাজসোহান এই ব্লগে একটা পরিচিত নাম। উনি এপর্যন্ত ১৮৭ টা পোষ্ট করেছেন। উনারও প্রথম পোষ্ট ছিল একটা সুন্দর কবিতা।পোষ্টটা দেখে নিনঃ রাতের হৃদয় কবিতা ।
প্রমীলা ব্লগার শায়মাকে কে না চিনে? উনি এই ব্লগে ১৩৪ টি পোষ্ট করেছেন। ছোট একটা পোষ্ট কিন্তু হিট হয়েছিল অনেক।দেখে নিন প্রথম পোষ্টটাঃ আমি জ্বালবোনা, মোর বাতায়নে প্রদীপ আনি
ব্লগার সায়েম মুন লিখেছেন এপর্যন্ত ২৩৪ টি পোষ্ট। দেখে নিন উনার প্রথম পোষ্টটাঃ আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস
ব্লগার ফকির ইলিয়াস ভাই একজন নিবেদিত ব্লগার। তিনি এপর্যন্ত ১৫৮২ টা পোষ্ট লিখেছেন। এই সম্পদশালী ব্লগারের প্রথম পোষ্টটা দেখে নেইঃ কবিতার মোমে লেখা
ব্লগে পরিচিত নাম একরামুল হক শামীম ভাই। উনি এপর্যন্ত ৫৩৮ টি পোষ্ট করেছেন। উনার প্রথম পোষ্টটা ছিলঃ মুগ্ধতা মরে না নামক।
ছবি ব্লগার রানা ভাইকে কে না চিনে? উনি ছবি দিয়া তো সামু ভরে ফেলেছেন।উনি এপর্যন্ত ১৩৮২ টি পোষ্ট করেছেন। চলেন দেখি এই ছবি ব্লগারের প্রথম পোষ্টে কিসের ছবি ছিলঃ ছায়া বাজী
ব্লগার এ.টি.এম.মোস্তফা কামাল ভাই এপর্যন্ত ১৩৩২ টি ব্লগ লিখেছেন। উনার প্রথম পোষ্টটা হলঃ রুবাই
ব্লগে সুপরিচিত ব্লগার মাহমুদুল হাসান কায়রো ভাই। উনি এপর্যন্ত ১০৯৯ টি পোষ্ট করেছেন। উনার প্রথম পোষ্ট হলঃ পিরামিডের রহস্য, জানাইয়া কিন্তু দিমু সবাইকে।
ব্লগার আলী ভাই পোষ্ট করেছেন ১০৬৬ টি । উনার প্রথম পোষ্ট শহীদ হবো..................................
আরেক সম্পদশালী ব্লগার হল রিফাত হোসেন ভাই।উনি সামুর প্রাচীনযুগের ব্লগার। উনি এপর্যন্ত পোষ্ট করেছেন ১১২৩ টি। উনার প্রথম পোষ্ট হঠাৎ
ব্লগার এস্কিমো কে রাজাকার বিরোধী হিসাবে আমরা সবাই চিনি। উনি এ পর্যন্ত ৯৬৭ টি পোষ্ট করেছেন।উনার প্রথম পোষ্ট রাজাকারদের প্রতিরোধের উপায়
সামুর ইতিহাসে আরেক প্রাচীন যুগের ব্লগার শাহানা আপু। উনি ৬ জানুয়ারী ২০১২ এর পর থেকে ব্লগে বসেন না। তারপরও উনি পোষ্ট করেছেন ৮৫৭ টি। উনার প্রথম পোষ্ট সেই ২০০৫ সালেঃ কি করি
ব্লগে সুপরিচিত রাজামশাই পোষ্ট করেছেন ৮৬৮ টি। উনার প্রথম পোষ্ট
আসুন সবাই মিলে এক সুন্দর পৃথিবী গড়ি
ক্ষমতাশালী ব্লগার অন্যমনস্ক শরৎ যিনি একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে তার ব্লগিং জীবন শুরু করেছিলেন। উনি সেই ফেব্রুয়ারি ২০০৬ থেকে এখন পর্যন্ত লিখে যাচ্ছেন ক্লান্তিহীন ভাবে।উনি এপর্যন্ত ৭৯১ টি পোষ্ট লিখেছেন। উনার প্রথম পোষ্ট হারানো বিজ্ঞপ্তি
ব্লগার লেখাজোকা শামীম এপর্যন্ত পোষ্ট করেছেন ৭১১ টি। উনার প্রথম পোষ্ট দ্রব্যমূল্য বৃদ্ধির কারন নিয়েঃ জিনিসপত্রের দাম বাড়ার আরেকটা কারণ
বিশিষ্ট পরিসংখ্যানবিদ আমি তুমি আমরা মনে হয় সারা দিনই পরিসংখান নিয়া ব্যাস্ত থাকে। দেখে নেই উনার প্রথম পোষ্ট কি ছিলঃ প্রথম পোস্ট
যাইহোক কিংবদন্তি ব্লগারদের প্রথম পোষ্ট সংকলন আজ এপর্যন্তই। আসলে সামহোয়্যার ইন...ব্লগ আজ এপর্যন্ত এসেছে এদের জন্যই।
বিঃদ্রঃ যাদের নাম আসেনি তারা মন খারাপ করবেন না , বেশি বেশি লিখতে থাকেন সামনে অবশ্যই আসবে। আর যদি কোন কিংবদন্তি ব্লগারের নাম বাদ পরে থাকে তবে দয়া করে আমাকে জানাবেন পরবর্তীতে অ্যাড করে দিব।