ভরা শীতের রাতে
তরল জোৎস্নার আলোতে
মায়াবী নিঝুম মাঠের মধ্যিখানে
ছোট অগ্নিকুন্ড জ্বলে
আগুনের ছোট ছোট লতা
রাতের গা বেয়ে উঠে
অনেক অচিন কথা
অনেক বাচালতা
আজ গাধার মতো পিঠে বয়ে
নিয়ে যায় কেউ হিম হিমে আগুনের ধারে
এক একটা পৃষ্ঠা পোড়ে
কতো হাহাকার ,শীৎকার, চিৎকার
অন্যায়, ভালোবাসা
পাপ, গ্লানি, নষ্ট প্রেম, সবুজ আকাশ
জ্ঞানী ভজন সংগীত, ভন্ডামী,
দুর্বোধ্য অশ্রাব্য সুন্দর শব্দেরা
কট কটে ছাইরঙা শব্দ হয়।
পূর্বপুরুষের সঞ্চিত লজ্জা, বোধ , বিবেক
ফট্টাস শব্দে পোড়ে ।
আগুন লতা পেচিয়ে ধরে
নিস্পৃহ চোখ,
আগুনের নৃত্য সংগীতের উল্লাস
অস্পষ্ট আড়মোড়া ভাঙে,
থিকথিকে অনুভূতি শান্ত হয়
তারপর কিছু একটা হারানোর বোধ
একঘেঁয়ে ক্লান্ত করে ।
হিম শীতের রাত ঝিম ধরে বসে থাকে
মগজ ঘিরে উঠে কোন এক অচেনা অসাড় বোধ
নতুন কোন সূর্যের আশায় নয়।