বি:দ্র: এ্যালার্জী ওলা ব্লগাররা দূরে থাকুন
******* শুআ , হামা , সুচৌ পরিষদ পরিবেশিত*****
সুদীপ :
অন্যত্র দেখলাম আপনি ডেথ মেটাল আর রবীন্দ্রনাথের গান নিয়ে একটা কাইজা শুরু করতে গেছিলেন।
কি সব ফায়ারিং স্কোয়াডের কথা হচ্ছিলো?তো পুরো ব্যাপারটা পড়ার পর নিজেকে খুব অনভিপ্রেত কাকতাল মনে হচ্ছে।কারন এই মুহুর্তে আমার আইপড সাফলের প্লে লিস্টে আর্টিস্টের নাম গুলো এরকম:
ওপেথ
ইটারনাল টিয়ারস অব সোরো
চিলড্রেন অব বডম
ক্র্যাডল অব ফিলথ
ইন্দ্রানী সেন
অদিতি মুহসিন
পিঙ্ক ফ্লয়েড
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শুন্য আরণ্যক:
ডেথ মেটাল (আই হেট ডেথ মেটাল ) ভক্তরা বলবে "হেই ডুড য়ু আর স্লো এন্ড লেইম"
রবীন্দ্র ভক্তের প্রতিক্রিয়া "এমা ছেলেটা গোল্লায় গেছে .. এগুলোও গান , কাসার বাটি আর গরু চিৎকার ও গান!!"
তোমার যা গতি হবে আমারও তা ..
তবে আমার দৌড় 'মেলো ডেথ' আর টেকনো পর্যন্ত
মেটালিকা , মেগাডেথ , গান এন্ড রোজেস , নাইন ইন্চ নেইল পর্যন্ত
মেটাল একটা বয়স পর্যম্ত ভালো লাগে .. রক্ত গরম দিক বিদিক প্রতিবাদের বয়স যেটা
পিংক ফ্লয়েড আর ডায়ার ষ্ট্রেইটস
ইউ টু আর ডোরস
গ্লেম রকের বিশাল ভক্ত ছিলাম একসময়
৮০ এর ব্যান্ড গুলো ; ওসব শুনে শুনে কান টিউন হইসে
আল্টারনেটিভ ও শুনছি প্রচুর ;ভক্ত হইনাই ..
নির্ভানা , রেডিওহেড
ইদানিং ঝুকছি পুরানো দাদাদের প্রতি .।
দা হু আর ক্ল্যাশ
গানের ব্যাপারে আমি আসলে সর্বভুক ..
একটা ব্যাপার লিরিক আমার মনের সাথে টিউন হতে হবে
সুরের ব্যাপারটা পরে
রবীন্দ্র সংগীত বোদ্ধা না আমি
ভালো লাগে রেজওয়ানা আর সাগরসেন
পুরানো দিনের শচীনের গান , তালাত মাহমুদের কয়েকটা গান বেশ প্রিয়
আবার আফ্রিকান ঢোলের বারি আর স্প্যানিশ গিটার
চাইনিজ গান ও মাঝে সাঝে ভালো লাগে
পন্ডিতদের কথা শুনে না "সুর/গান সর্বজনীন".. নিজের কান বলে ..এটা ভালো
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
হাসান :
আমি গত কয়েক্দিন খালি পিন্ক ফ্লয়েড শুন্তাসি।আর কিচ্ছুনা। /
পাংক রক শোনেন?পাংক রক ইজ গন বাট আই এম আ ফাকিং ক্রেইজি ফ্যান অফ সেক্স পিস্তলস।
রেডিওহেড এর বেশি গান শুনিনাই,তয় যে কয়টা শুনসি,মাথা খারাপ করা।
রবীন্দ্র সঙ্গীতরে বালা ফাইনা।
-------------------------------------------------------
পোষ্ট ক্রেডিট গোজ টু মুক্ত বয়ান