সময় হয়েছে একা হবার,নিজের মাঝে হারাবার।
জীবনের অবসাদগুলো শূন্যতার মই বেয়ে সারাদেহে বহমান,
জীবনটা দুই টাকার নোটের মত চলমান।
স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে ব্যর্থতার স্রোতে ভাসায়,
ভালবাসা ধূসর মরুভূমি হয়ে মরীচিকা দেখায়।
"শুধু তুমি নেই বলে"
হৃদয়পৃষ্ঠ হয়েছে শুকনো রুটি,
হাড়গুলো যেন এক একটা কষ্ট খুঁটি।
অনুভূতিগুলো হয়েছে বোবা পাথর,
শূন্যতা সাজিয়েছে কষ্টের বাসর।
"শুধু তুমি নেই বলে"
নির্ঘুম রাত হবে বসন্ত ভোর,
মাতাল মনের কেটে যাবে ঘোর।
দূর হবে জীবনের খড়কুটা,
আলোকিত হবে হৃদয়ের চিলেকোঠা।
"শুধু তুমি থাকবে বলে"