দুঃখ-বিলাস

লিখেছেন নীলাম্বর ১১, ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২৭

সময় হয়েছে একা হবার,নিজের মাঝে হারাবার।

জীবনের অবসাদগুলো শূন্যতার মই বেয়ে সারাদেহে বহমান,

জীবনটা দুই টাকার নোটের মত চলমান।

স্বপ্নগুলো দুঃস্বপ্ন হয়ে ব্যর্থতার স্রোতে ভাসায়,

ভালবাসা ধূসর মরুভূমি হয়ে মরীচিকা দেখায়।

"শুধু তুমি নেই বলে"

হৃদয়পৃষ্ঠ হয়েছে শুকনো রুটি, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫১ বার পঠিত     like!