এখন ও মধ্যরাত-চাঁদ উঠেনি পশ্চিমে
তোমার চুল হাওয়ার ঝাপটায় আমায় ছুতে চায়
-আর তুমি?
মগ্ন উৎসুক ঠোঁট-প্রত্যাশায় চায় মরন চুমো
বাহু চায় বাহুর সান্নিধ্য
কী অদ্ভুত এই রাএি!
বাতাসে শূন্যতায়-কীসের গুন্জন উঠে
কানপাতি..ছুয়ে দেখতে চাই রাতের নগ্ন শরীর!
শেষমেশ অনুভূতি ডুবিয়ে উঠে কান্নার রোল
সপ্ন-এ এক দুঃসপ্ন মায়াময় ক্ষতের
খানিকবাদে টের পাই;হেলায় ফেলায় ফেলে যাওয়া
এক পরিত্যক্ত কৌটা আমি!
২৬/১/২০১৪
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪২