স্মৃতিভ্রষ্ট হয়ে দেখে যেও
মৌনতা, একদিন খাঁ-খাঁ দুপুর,
অথবা শুনে যেও থেমে, থেমে
বুনোপাখির করুন ধ্রুপদী
দেখে যেও
একটা নির্জন কালান্তর
কিভাবে শিকড় গজিয়ে চরাচর,
সহস্র বছর সময়,
কিংবা তারও অধিক
হরিত্ ভালোবাসা খায়
শুধু রৌদ্রের উল্কিতে
খায় পেচানো গুল্ম-লতা পাতা
দূর্বার কার্পেটে,
মাঝে মাঝে স্নাইপারের তীক্ষ্ন চোখ দেখবে,
ছাদের কার্নিশে কার্নিশে,
গর্তে গর্তে অতিবিষধর বিচ্ছু, চ্যেলার জমাট,
সাপেরা হি হি করবে,
জিব্বা নেড়ে উস্কানি দিবে,
অথবা শিস উড়বে হলদে পাখির,
অথচ তুমি শুধু,
ক্যাকটাসে আহত হবে ।
কিছুই মনে পড়বেনা তোমার,
যে কথা চৌকাঠে, চৌকাঠে
খচিত চেরাকোটায়,
সে কথা মনে পড়বেনা ।
কথার পেটেও কথা,
কথাতো থাকে
ওভাবেই থাকে,
নির্গূঢ় গুমোট।
গন্ধক মলাট ছিড়েঁ তবু,
একটা পৃষ্ঠা উল্টেনা এমনিতেই,
দেখে যেও,কি ভয়াবহ গাঁথুনী,
পলস্তারার মেকআপ।
দেখে যেও তুমি,
স্মৃতি ভ্রষ্ট হয়ে দেখে যেও
কষ্টের পরাগে, কিভাবে চাপা পড়ে
নির্জন কালান্তর
একটা প্রত্নতত্ত্ব ।
আমি কবিতা লিখতে পারিনা...কিন্তু পড়তে অনেক ভালো লাগে...আমার বন্ধু phoenix এর লেখা একটা কবিতা