আপনি কোন সেট ইউজ করেন?? বুক ফুলায়ে হয়তো বলবেন i-5 নয়তো galaxy s4...কতোই বা দাম হবে....দেখে নিন বিশ্বের কয়েকটা দামি ফোনসেট
১
নাম: Goldstriker iphone 3GS Supreme
ডিজাইনার: বিশ্বের সবচয়ে দামি আইফোনটির ডিজাইন করেছে স্টুয়ার্ট হুগেজ ।
বিশেষত্ব: অসাধারণ দেখতে ফোনটির কেস বা বডি তৈরি করতে 271 গ্রাম 22 ক্যারেট খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে ।চারিদিকে 53 টি হীরা রয়েছে ।আর মধ্যের মেনু কি তে একটি বিরল 7.1 ক্যারেট হীরক থন্ড বসানো হয়েছে । আইফোনটি তিরি করতে সময় লেগেছে 10 মাস ।
তৈরিকারী প্রতিষ্ঠান: অষ্ট্রেলিয়ার গোল্ড ম্যাগনেট কোম্পানি।
মূল্য: বিশ্বের সবচেয়ে দামি আইফোনটির দাম রাখা হয়েছে 23 কোটি 68 লাখ টাকা ।
২
নাম: Vertu Singnature Cobra
ডিজাইনার: ফারসি জহুরি বোচেরন
বিশেষত্ব: মূল সেচের উপরে একটি কোবরা সাপের ন্যায় ডিজাইন বসানো হয়েছে । কোবরা সাপসহ পুরো মোবাইল সেটটিতে 2 টি হীরক খন্ড ও 439 টি রুপি দ্বারা যুক্ত করা হয়েছে ।
মূল্য: 2 কোটি 29 লাখ 40 হাজার টাকা ।
৩
নাম: Peter Aloisson’s Kings Button iphone
ডিজাইনার: অষ্ট্রেলিয়ান ডিজাইন ও জহুরি পিটার অলইসন্স তৈরি করেছেন বিশ্বের দ্বিতীয় দামি অ্যাপলের থ্রি-জি কিং বাটন আইফোন
বিশেষত্ব: সেটটির বডি তৈরি করা হয়েছে 18 ক্যারেট সাদা, হলুদ ও গোলাপি সোনা দিয়ে ।চারিদিকে 138 টি হীরা বসানো রয়েছে ।মধ্যের মেনু কি তে 6.6 ক্যারেট হীরক খন্ড বসানো হয়েছে ।
মূল্য: 17 কোটি 76 লক্ষ টাকা ।
৪
নাম: Peter Aloisson’s iphone Princess Plus:
ডিজাইনার: অষ্ট্রেলিয়ান ডিজাইন ও জহুরি পিটার অলইসন্স
বিশেষত্ব: 135গ্রাম ওজনের আইফোনটির উপরিভাগে 138 টি এবং একটু নিচে 180 টি হীরক অর্থ্যাৎ মোট 318 টি হীরক খন্ড ব্যবহার করা হয়েছে । আইফোনটির মূল বডি তৈরি করা হয়ছে 17.75 ক্যারেট ও 18 ক্যারেট সোনা দিয়ে । রাশিয়ায় এর প্রথম কেনাবেচা হয় ।
মূল্য: 1 কোটি 30 লক্ষ 53 হাজার 600 টাকা ।
৫
নাম: Goldvish Le Million Piece Unique
ডিজাইনের বিশেষত্ব: অভিনব ও অসাধারণ ডিজাইনের জন্য গোল্ডভিস লে মিলিয়ন পাইস ইউনিক মোবাইল ফোনটিকে গ্রিনেস বুক এ তালিকাভুক্ত করা হয় ।
বিশেষত্ব: সুইজারল্যান্ডে তৈরি মোবাইল ফোনটিতে 150 গ্রাম 18 ক্যারেট সোনা ও 20 ক্যারেট হীরক দ্বারা তৈরি করা হয় ।
মূল্য: 9 কোটি 62 লক্ষ টাকা ।
৬
নাম: Nokia 8800 Arte with Pink diamonds
ডিজাইনার: অষ্ট্রেলিয়ান ডিজাইনার ও জহুরি পিটার অলইসন্স ।
বিশেষত্ব: মোবাইলটির চারিদিকে 21.5 ক্যারেট 680টি সাদা ও গোলাপি হীরক খন্ড রয়েছে ।যদিও মোবাইল ফোনটি পুরানো ডিজাইনের এতে নতুন ফিচার এবং নিখুঁত ডায়মন্ড দিয়ে এর নতুন সংস্করণ করা হয়েছে ।
মূল্য: এর মূল্য 1 কোটি 13 লক্ষ 22 হাজার টাকা ।
৭
নাম: Sony Ericsson Black Diamond
ডিজাইনার: এটি ডিজাইন করেন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের জারেন গো এবং তৈরি করেছেন ওএলইডি টেকনোলোজি ।
বিশেষত্ব: অকর্ষণীয় মোবাইল ফোনটির সম্পূর্ণ বডি টাইটান ও পলিকার্বনেট দ্বারা গঠিত । এতে ইন্টেল এর 400 মেগাহার্জ প্রসেসর, 4 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ।
মূল্য: এর বাজার মূল্য 2 কোটি 22 লক্ষ টাকা ।
৮
নাম: The Diamond Crypto Smartphone
ইতিহাস ও ডিজাইনার: লাক্সারী মোবাইল ফোন নির্মাতা জেএসসি এনকোর্ট কোম্পানি এবং বিখ্যাত ডিজাইনার ও জহুরি পিটার অলইসন্স সম্প্রতি একটি চুক্তি সাক্ষর করেন স্মার্টফোনের সাথে । চুক্তির পর তারা তৈরি করেন দ্যা ডায়মন্ড ক্রিপটেপ স্মার্টফোন ।
বিশেষত্ব: মোবাইল ফোনটির সম্পূর্ণ বডি প্লাটিনাম ধাতু দ্বারা তৈরি করা হয়েছে এবং প্লাপটনাম বডির চারিদিকে 50 টি হীরা রয়েছে যার মধ্যে 8 টি নীল হীরা । মধ্যের মেনু কি তে 18 ক্যারেটের হীরা বসানো হয়েছে ।
মূল্য: এর মূল্য দাম 9 কোটি 10 লাখ টাকা ।
৯
নাম: Vertu Diamond
বিশেষত্ব: বিভিন্ন ভাষা এবং বিভিন্ন রঙ্গের সমন্বয়ে তৈরি এই ফোনটি ।এর মনকড়া ডিজাইন সবার নজর কেড়েছে ।ফোনটিতে আকর্ষণীয় কোন ফিচার নেই ।তবু মানুষের পছন্দের প্রথম সারিতে আছে এই ফোনটি।এর সম্পূর্ণ বড়ি প্লাটিনাম ও এর সকল কী পেড 8 ক্যারেট হীরক দ্বারা তৈরি করা হয়েছে ।
মূল্য: এই মোবাইল ফোনটির মূল্য 65 লক্ষ 12 হাজার টাকা ।
১০
নাম: Motorola V220 Special Edition
ডিজাইনার: মটরোলা ভি-220 এর স্পেশাল ভার্সনটিও ডিজাইন করেন পিটার অলইসন্স । যদিও এটি পুরাতন মডেলের কিন্তু এর নতুন সংস্করণে সব ধরণের ফিচার দেওয়া হয়েছে ।
বিশেষত্ব: 100 গ্রাম ওজনের সেটটির সম্মুখ ভাগে 1200 হীরা এবং কীপেডসহ পুরো বডি 18 ক্যারেট সোনা দ্বারা তৈরি ।
মূল্য: এই ফোনটির বাজারমূল্য 38 লক্ষ 33 হাজার 200 টাকা ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৯