তখন ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি। মন পুরা উড়া ধুরা...সবকিছুই কেমন জানি ভালো লাগে। রাস্তার নেড়ি কুত্তাটার দিকেও প্রেমময় দৃষ্টি নিয়া তাকাই। এমন সময় কোন এক উদাস বিকালে তারে দেখিলাম...বুকের বা পাশ টা কেমন জানি ঝাকি দিয়া উঠলো ...মনে হইলো আমি পাইলাম,ইহারে পাইলাম। :!> আপনারা ভাবছেন love at 1st sight? আসলে তা না...ইহা আমার বাল্যকালের সহপাঠী ছিল...কিন্তু ইহারে দেখিলাম প্রায় ৭ বছর পর। ছোটবেলা থেকেই ইহার জন্য মন জানি কেমন কেমন করতো।এতদিন পর দেখে বাল্যপ্রম আবারও প্রস্ফুটিত হলো আর কি। :!> :#> কি করা যায়...কি করা যায়...আমার মতো আবাল পোলার পক্ষে কোন মেয়েরে কিছু বলা সম্ভব না... কেমনে কেমনে জানি এক কান দু'কান করে উহার কাছে কথা পৌছে গেল...তার পর থেকে আমাকে দেখা মাত্র উহার মিটিমিটি হাসি আর উহার বন্ধুদের অট্ট হাসি ....মনে হতো হে ধরনী দুই ভাগ হও, আমি ঢুইকা যাই। বন্ধুরা আছে না বাশ দেওয়ার জন্য। আমারে নানা ভাবে বুঝাইলো তোরে দেখে হাসে কেন..নিশ্চয় তোরে পছন্দ করে...আমি ভাবলাম আরে তাইতো....যে ছেলে কোন মেয়ের দিকে ঠিক মতো তাকায় না, মেয়েদের সাথে কথা বলতে গেলে কথা জড়ায়ে যায় (ঐ সময় আর কি,এখন সব ডালভাত) সেই ছেলে ফিল্মি স্টাইলে রিকশা থামাইলো... তার পর কইলাম শোন মেয়ে আমি তোরে ভালোবাসি..মেয়ে দেখি আমার দিকে শান্ত ভাবে চাইয়া আছে... আমি ভাবি কিরে কোন রিঅ্যাকশন নাই কেন... :-& আমি তো এই দিকে চড় খাওয়ার প্রিপারেশন নিয়া গেছি...গালে ভ্যাসলিন মাইক্যা গেছি যাতে হাত পিসলায়ে যায়... মেয়ে দেখি শান্ত ভাবে চাইয়া্ই আছে...
-কি হলো,কি বলবা বলো?
-কি বলছি শুনো নাই?আমি তোমারে ভালোবাসি
-কি হলো , চুপ কর আছ কেন?
(এতোক্ষনে বুঝলাম আগে যেগুলো বলছি ওগুলা আমি বলছি ঠিকই,মনে মনে আরকি....গলা দিয়া বাইর হয় নাই আর কি) :-&
-কি ব্যাপার,আজব কথা বল না কেন
-ভালো আছ? :-&
-এইটা জিঙ্গাসা করার জন্যে রিকসা থামাইসো?
-হ্যা :-&
-তোমার পা কাপে কেন? :-<
-পা....আসলে আমার আব্বার ডাইবেটিস আছে তো..তাই মনে হয় আমারও হইছে :-&
-তা্ইলে যাও,বাড়ি যাইয়া ইনসুলিন নাও :-<
-আচ্ছা :-&
-শুধু আচ্ছা? :-<
-হুম :-&
-আর কিছু বলবা? :-<
-না
-আ্চ্ছা আমি যাই
-শোন
-কি
-চলো হাটি :!>
-মানে কি
-মানে তোমাকে বাসা্য পৌছায়ে দেই
ঝাড়া ২ মিনিট আমার দিকে তাকায়ে রইলো...আমার তো পা কাপাকাপির চোটে খুলে পরার অবস্থা... :-&
-আচ্ছা চলো
-কোথায়?
-আমাকে না বাসায় পৌছায়ে দিবা!
-ও
-আর কাল তোমার ডাইবেটিস টা টেস্ট করাইয়া নিও :-<
-হুম :-&
-এই কালো কালারের গেন্জি আর পড়বা না,এমনিতেই কালো,আরো কালো লাগে
-ও :-&
-ও ও করো ক্যান, বলো আচ্ছা ঠিক আছে আর পড়বো না
-এনার্জ সেভ করছি,হাটতে হবে তো
-তাহলে তো এখন থেকে তোমাকে বোবা হয়ে থাকতে হবে :>
আমি কিছু বললাম না,একটা লাজুক হাসি দিলাম... :!> :#> হাটতে শুরু করলাম...অনেকটা পথ হাটতে হবে...অনেকটা.......।
(আমার কথা : আমি কখনো লিখিনা, যদিও অনেক দিন ব্লগে আছি, খালি পড়ে যায়।এটা আমার প্রথম অপচেষ্টা,অখাদ্য। ভেবেছিলাম নিজের কথা লিখবো। শুরুও করেছিলাম সে ভাবে..শেষের দিকে এসে কেমন জানি হয়ে যায়...জীবনটাকে গল্প করা যায় না, কিন্তু গল্পটাকে জীবনের করা যায়...তাই করে দিলাম Happy Ending…ভালো থাকবেন সবাই)
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:১৪