প্রথমেই, আপনারা যারা ভাই-ব্রাদাররা "কান" ধরে ছবি/বক্তব্য দিয়ে প্রতিবাদ করছেন তাদের দেখে অনুপ্রাণিত হতে ভালো লাগে। তবে শুধু ফেইস বুক বা ব্লগ না, রাস্তায় প্রতিবাদ করাটাই বেশি জরুরী। সেটাই করা দরকার, রাস্তায় আসেন...
একটা জাতি কতটা দুরবস্থার মধ্যে থাকলে একজন শিক্ষকের সাথে এমন বর্বর আচারন করা হয়? একজন শিক্ষকের সাথে এমন আচারন সম্ভবত পাকিস্তান আমলেও হয়নি। বিশেষ করে ২৫শে মার্চের আগে এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে জানিনা (থাকতেও পারে)। শুনেছি ৭১ সালে ঢাবি শিক্ষকদেরও লুঙ্গি খুলে ধর্ম পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তখন তো একটা যুদ্ধবস্থা ছিল! আর পাক সেনারা ছিল অতি বর্বর। তারা শিক্ষকদের মর্যাদা দেয়নি।
কিন্তু স্বাধীন দেশে এমন ঘটনা কেন ঘটে? (যদিও এক শ্রেণীর আঁতেল ছাড়া দেশকে স্বাধীন বলে এমন মানুষ পাওয়া কঠিন)। কেন শিক্ষকদের কান ধরে উঠ-বস করতে হয়? সরকারি দলের লোকজনদের হাতে মার খেয়ে জাফর ইকবালের মত শিক্ষদের আবার কেন সরকারি দলের আগে পিছে দেখা যায়? কিংবা কেন রাবি উপাচার্য আওয়ামীলীগ নেতার হাতে চড় খেয়েও পদত্যাগ করেন না, উল্টো কান্না কাটি করেন?
কারন আমাদের স্যার/শিক্ষকরাই স্বয়ং দায়ী হয়ত!!
না হলে দিনের পর দিন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, শিক্ষকদের তখন প্রতিবাদ করতে দেখিনি। এমনকি শিক্ষকরাই অনেক স্কুলে/কলেজে নকল সাপ্লায় করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক সরকার দলীয় সন্ত্রাসী কর্মকান্ড চলেছে, তখন শিক্ষদের ক্লাস বর্জন করতে দেখিনি। শুধু নিজেদের বেতনের মামলায় তারা অনেক কিছু করেছেন। অন্যদিকে বছরের পর বছর ধরে চলা একটা থার্ড ক্লাস মার্কা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রশ্ন করতে দেখিনি কোন শিক্ষককে, মানে শিক্ষক সমাজকে (অবশ্যই কিছু শিক্ষক এই তালিকার বাইরে)। এই শিক্ষা ব্যবস্থায় দেশে জানোয়ার তৈরি করেছে, এ দেশে একটা জানোয়ার অংকে ভালো হলেই সে সেরা! শিক্ষা থেকে নৈতিকতা পুরা বিচ্ছিন্ন।
স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক, বিসিএস পাওয়া শিক্ষক, এমনকি দুনিয়ার বড় বড় ছাগল দিয়ে গড়ে তোলা "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন" নামের ফার্ম, সব খানেই একই অবস্থা। কাট/কপি ছাড়া "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন" বা এই শিক্ষা ফার্মগুলো আসলে করেটা কি, সেটা নিয়ে একটা গবেষণা হওয়া দরকার। শিক্ষকরা যদি শাসকের ভয়ে মুখ খুলতে ভয় পান তাহলে ছাত্রদের কি শিক্ষা দেবেন? এমন শিক্ষকদের কাছে শিক্ষা নেয়াটাও মহা পাপ!
ওই শিক্ষকের কান ধরে উঠ-বসের জন্য ওই জানোয়ারগুলো না বরং স্বয়ং শিক্ষকরাই দায়ী। তবে শুধু শিক্ষকদের উপর দায় চাপিয়ে বসে থাকার অর্থ হল, ওই জানোয়ারদের মত হয়ে যাওয়া, রাস্তায় আমাদের সাথে প্রতিবাদের মিছিলে আসার আহ্বান রইল। হ্যাঁ, এই মিছিলে আজ কিছু হবে না, কিন্তু একদিন হবে। সে দিনের আশায় আজ শুরু করা উচিত।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫