ধর্ম এবং সাম্যবাদ বা কমিউনিজম (ইংরেজি: Communism)- (প্রথম অংশ)
------------------------------------------------------------------------
ক্ষমতালোভী শ্রেণী প্রতিনিয়ত এই ভুল কথা প্রচার করে যে, "কম্যুনিস্ট'রা ধর্ম বিরোধী" !! তারা এই সব কথা বলে কারন তারা সামাজিক/জাতীয় প্রগতি কে ভয় পাই । আর বাংলাদেশে রাজনৈতিক ফাইদা লুটার জন্য এ দেশের শাসক শ্রেণীও (বিএনপি/ আঃ লীগ/জামাত) একই কথা প্রচার করছে । ধর্ম নিয়ে তারা এই সব উদ্ভট কথা বলে যাতে জনগণের পক্ষের শক্তি রাজনীতিতে শক্ত ভূমিকা রাখতে না পারে । যদিও এই সরকারের সাথে কিছু নামধারী বাম দল আছে । এমনকি এই সরকারও নিজারাই নিজেদের প্রগতিশীল বলে !!
কিন্তু তারা দেশে নুন্যতম গণতান্ত্রিক পরিবেশ দিতে পারেনি । তাই এদেরকে প্রগতিশীল বলা মহা অপরাধ হবে ।
দীর্ঘদিন জনগণের সামনে মিথ্যা প্রচার এবং ভ্রান্ত ধারনা প্রচারের কারনে সাধারণ জনগণ সাম্যবাদীদের ধর্মবিরোধী হিসাবে জানে । কিন্তু সাধারণ জনগণের সেই ধারনার পরিবর্তন করতে হবে , এমনকি আমাদের নিজেদেরও । ব্যক্তিগত ভাবে কম্যুনিস্ট'রা বিভিন্ন চিন্তা বহন করতে পারে কিন্তু কমিউনিজম ধর্মবিরোধী না । (যদিও কিছু Black Sheep আছে এবং থাকাটা স্বাভাবিক)
বরং কম্যুনিস্ট'রা সকল মানুষের জন্য নিজ নিজ ধর্ম পালনের নিরাপত্তা দাবি করে ।
সেটা যেমন বাংলাদেশে "হিন্দু/বুদ্ধদের..." ধর্ম পালনে নিরাপত্তা দাবি করে, তেমনই ভারত কিংবা গণ-চিনে মুসলমানদের জন্য ধর্ম পালনে নিরাপত্তা দাবি করে ।
এ ক্ষেত্রে লেলিনের উদাহরণ দেয়া যায়-
১৯১৭ এর আগে রাশিয়ার শোষক জারতন্ত্র রাশিয়ার মুসলমানদের থেকে পবিত্র-কোরআন কেড়ে নিয়েছিল । কিন্তু লেলিন ১৯১৭ সালে রাশিয়ার দায়িত্ব নেয়ার পর পরই মুসলমানদের ধর্মীয় অধিকার ফিরিয়ে দেন ।
লেনিন বক্তব্য দিয়েছিলেন-
"রাশিয়ার মুসলমানগণ !
আপনাদের যাদের মসজিদ ও উপাসনালয়গুলি রাশিয়ার বিরোধীপক্ষ ও টি.এস.এ.আর ( ১৯১৭ এর আগে রাশিয়ার শোষক জারতন্ত্র ) এর দ্বারা অবৈধ ঘোষণা করা হয়েছিল এখন থেকে তা চিরকালের জন্য মুক্ত ঘোষিত হল। জেনে রাখুন আপনাদের অধিকার , সমগ্র রাশিয়ার সকল মানুষের অধিকারের মতই বিপ্লবের শক্তিশালী নিরাপত্তা দ্বারা সুরক্ষিত ।"
[ ১৯১৭ সালে সফল বিপ্লবের পরিণতিতে লেনিন রাশিয়ার নিয়ণত্রণ পান , তিনি ঘোষণাটি করেছিলেন।] ........................
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬