ফ্লাইওভার ট্রাজেডিতে নিহতদের স্মরণে শোক এবং নির্মানে জড়িত দুর্নীতিবাজ রক্তচোষাদের প্রকাশ্যে বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের সফল মানববন্ধন । হঠাৎ করেই সিদ্ধান্ত, এবং সাথে সাথেই বাস্তবায়ন । বিকেল ৩:৩০ ঘটিকা হতে ৫:০০ ঘটিকা পর্যন্ত চলে আমাদের এই মানবন্ধন ।। উপস্হিতি ছিল আশাতীত ,এছাড়া রাস্তাঘাটের অনেকে আমাদের সাথে অংশগ্রহন করে ।
দুর্নীতিই কেড়ে নিল এতোগুলো মানুষের জীবন ।। ফেইসবুকে,ব্লগে ক্ষোভ ঝরে পড়ছে অঝোরে । কিন্তু টনক নড়ছে না ,নড়বে না এসব দুর্নীতিবাজদের ।। তাই প্রতিবাদ করতে আমরা রাস্তায় নেমেছিলাম চট্টগ্রামের বিপ্লবী উদ্যেনের সামনে , যেখান থেকে শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রাম ।চট্টগ্রামের স্বপ্ন যারা রক্ত রাঙালো তাদের বিচারের দাবিতে আমাদের সাথে একাত্ততা প্রকাশের জন্য সবাইকে ধন্যবাদ ।।
মানববন্ধন আয়োজনে : "স্বপ্নময় বাংলাদেশ " (Click This Link )
(ছবি : মানববন্ধনের একাংশ )
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১২ রাত ৮:৩৯