২৯শে জুলাই প্রথমবার ভেঙ্গে পড়ে ফ্লাইওভারটি । জুম্মাবার ও দুপুর থাকায় ঐদিন হতাহত হয়নি ।। কোন ব্যবস্হায় নেয়া হয়নি তখন । এর ফলাফলে আজ এতবড় দূর্ঘটনার পুনরাবৃত্তি ।। মিডিয়ায় বলছে ৩/৪ জন মারা গেছে । অথচ মৃত্যু হয়েছে ৪০-৫০ জনেরও বেশী । (ঐ স্হান হতে আমার বন্ধুর দেয়া তথ্য) ।।
একটি ফ্লাইওভার করতে অর্থযোগান পেতে হিমশিম খেতে হয় আর উদ্ধোধনের আগেই ভেঙ্গে পড়ছে প্রকল্প শুধুমাত্র দলীয় করন আর তদারকির অভাবের কারণে ।। বাঙালির টনক কখোই নড়বে না ।
এভাবেই ভেঙ্গে পড়ে আমাদের স্বপ্ন ।।
নিজের পকেটে অল্প কিছু টাকা পুড়তে দেশের বড় ধরনের ক্ষতি করে যাচ্ছে একদল মানুষ ।।
কতগুলো জীবন চাপা পড়ে আছে । কি অপরাধ ছিল ওদের ?? ।।
২৯শে জুলাই একবার ফ্লাইওভারটি ভেঙ্গে যাওয়ার পরও কেন ব্যবস্হা নেয়া হয় নি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ??
কে দিবে এসব প্রশ্নের জবাব ?
উল্লেখ্য, সিডিএর নির্মাণাধীন এ ফ্লাইওভারে এবারসহ তিনবার দুর্ঘটনা ঘটেছে। প্রয়াত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান এ ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ পায়। তবে প্রতিষ্ঠানটি নিজেরা কাজটি না করে জেবি কনস্ট্রাকশনসহ অন্য ২টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফ্লাইওভার নির্মাণের দায়িত্ব দিয়েছে।
খবরটি শুনে প্রথমে অনেক হেসেছিলাম ।। কারণ এই না হলে বাংলাদেশ !!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ রাত ১০:০৭