শীতে কুয়াশার অন্ধকার থেকে নিরন্তর ডেকেই যাচ্ছে কিছু হাত! সেই ডাকে সাড়া দিয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে এগিয়ে এসেছিলাম আমরা, বাড়িয়ে দিয়েছি সামান্য উষ্ণতা। সেই সামান্যতেই শীতার্ত হৃদয়ের গহীনে থাকা অসামান্য দোয়া ও ভালবাসার উষ্ণতা মাথায় নিয়ে ফেরত এসেছে প্রত্যয় টিম। যে ভালবাসার উষ্ণতা কখনো ম্লান হয় না, টিকে থাকে নিরন্তর.....!
সেই প্ররণায় আমরা পথ চলি......
বলেছিলাম, "উষ্ণতার কেতন উড়িয়ে দেবই দেব। জানিনা সেটা ৫০টি কম্বলের, নাকি ৫০০ টি কম্বলের, নাকি সেই পতাকাতলে আরো বেশি শীর্তাতের ঠাঁই হবে...। তবে এতটুকু নিশ্চিত যে, উষ্ণতার পতাকা উড়বেই। "প্রত্যয়ে"র টার্গেট লালমনিরহাট"। Click This Link ও Click This Link
#অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, "প্রত্যয়" এই লক্ষ্য বাস্তবায়ন করেছে। লালমনিরহাটের কালিগঞ্জে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে শীতার্তের মাঝে ২০০টি কম্বল বিতরন করেছে। শীতার্তের সহযোগিতায় ধুমকেতুর মত ছুটে এসেছিল লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যচের শিক্ষার্থীরা। তারা আঁধারে বেঁধেছিল অগ্নিসেতু। অক্লান্ত পরিশ্রম, মেধা, সময় ও অর্থ দিয়ে দুর্দিনের ওই দুর্গশিরে উড়িয়ে দিয়েছে উষ্ণতার বিজয় কেতন।
তাদের সবার জন্য শুভকামনা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১০