ডাউনলোড শেষ হলে এবার ইনস্টলার তৈরী করে ফেলুন নিচের চিত্রে প্রদর্শিত।
ফাইলটি রাইট হতে ৩০ মিনিট এর মত সময় লাগতে পারে। ফাইলটি রাইট হয়ে গেলে আপনার ইনস্টলার তৈরী হয়ে গেল। আগে থেকে Multibeast এই সফটয়ারটি নামিয়ে নিন(রেজিস্টেসন করা লাগবে) এটি ইনস্টলেশনের পরে এটি দরকার হবে ড্রাইভার এর জন্য, এবং আপনার UEFI মাদার বোর্ডের বায়োস প্যাচ করা শেষ হলে, (যদি মাদারবোর্ড UEFI না হয় তাহলে এই স্টেপ এর প্রয়োজন নেই)।
বায়োস সেটআপঃ
আপনার বায়োস সেটআপ এ যেসব সেটিং চেঞ্জ করতে হবে ১। Power Management Setup এ ACPI Suspend Type : [S3(STR)] এবং HPET Mode: [64-bit Mode]। নিচের চিত্র লক্ষ্য করুন।
২। SATA Controller মুড AHCI সেট করুন
৩। বুট প্রপার্টি USB-HDD অর্থাত পেন ডাইভটি সিলেক্ট করতে হবে
UEFI সেটআপ এ ডিফল্ট সেটিং রিস্টোর করে এরপর বায়োস এর অনুরুপ SATA Controller এবং Boot Property সেট করতে হবে।
বারোস বা UEFI সেভ করে বের হয়ে আসুন.
কম্পিউটার পেন ডাইভ থেকে বুট করলে সাথে সাথে কিবোর্ড থেকে ১ চাপুন। এতে ইনস্টলার এর সাথে দেয়া ডিফল্ট বুটলোডার Clover এর পরিবর্তে Chameleon bootloader এ শুরু হবে। এখান থেকে Install OSX Mountain Lion USB তে সিলেক্ট করে Enter চাপুন, ভাগ্য ভাল থাকলে কয়েক মিনিটের মধ্যে Mountain Lion এর ইন্সস্টল স্ক্রীন আসবে এই রকম ...
এই রকম স্ক্রীন যদি আসে তাহলে অগ্রীম শুভেচ্ছা আর না আসলে আরেকটু কাঠখড় পোড়ানো যাক ! Chameleon bootloader এই প্যারামিটার গুলো দিয়ে একটু চেষ্টা করুন।
১. GraphicsEnabler=No (এটিআই/এনভীডিয়া এর কিছু কার্ডে এটা প্রয়োজন হয় )।
২. GraphicsEnabler=Yes (বিল্টিন ইন্টেল HD ৩০০০/৪০০০, এবং এনভিডিয়ার কয়েক্টি কার্ডে এটি প্রোয়োজন)
৩। npci=0×2000 অথবা npci=০×৩০০০ ( PCI configuration এ এসে হ্যাং করলে এটি দিয়ে ট্রাই করতে পারেন)
এছাড়া কিছু প্রসেসরের জন্য এই কমান্ড টা দেয়া লাগে cpus=1 (বিশেষত HP ল্যাপ্টপ এ)
ঠিক কোথায় সমস্যা হচ্ছে সেটা বুট লগে দেখার জন্য বুট প্যারামিটারে -v দেয়া যেতে পারে। আরো করেকটি প্যারামিটার হচ্ছে -f, -F, -x ইত্যাদি। একসাথে মাল্টিপল প্যারামিটিরা দেয়ার জন্য স্পেস ব্যাবহার করুন, উদাহরনঃ [GraphicsEnabler=No -v] এখানে দুটি প্যারামিটার দেয়া হয়েছে।
আশা করি এতক্ষনে আপনারা Mountain Lion এর ইনস্টল স্ক্রীন পেয়েছেন। Reagon এবং Keyboard লেআউট সিলেক্ট করুন। এরপর উপরের টপ মেনু বার থেকে Utilities > Disk Utility ওপেন করুন।
*যদি আপনি পুরো হার্ডডিস্কে শুধুমাত্র ম্যাক রাখতে চান সেক্ষেত্রে Disk টি সিলেক্ট করে Parition ট্যাব থেকে 1 Partition এবং Option থেকে Guided Partition শ্লেক্ট করুন।
* মাল্টিবুট করতে চাইলে উইন্ডোস থেকে করা পারটিসন টি সিলেক্ট করে Earse korun. সেক্ষেত্রে ড্রাইভটি ওবশ্যই Primary Partition এবং Active হতে হবে।
পার্টিশন শেষ হলে Disk Utility বন্ধ করুন, মেইন ইনস্টলার থেকে Continue করে যখন Installer কোথায় ইনস্টল হবে সেটি জান্তে চাইবে, আপনার টার্গেট ড্রাইভটি দেখিয়ে দিন এবং সর্বশেষ Install চাপুন। মাঊন্টেন লায়ন ইনস্টল হতে থাকবে। ইন্সটল শেষ হলে কম্পিউটার রিস্টার্ট হলে পুনরায় পেন ড্রাইভ থেকে বুট করুন এবার Install Mountain Lion USB এর পাশে আপনার সদ্য ইনস্টল কৃত মাউন্টেন লায়ন টি দেখতে পাবেন। সেটি সিলিক্ট করে এন্টার চাপুন (প্রথম বার ইনস্টলের সময় কোন প্যারামিটার ব্যাবহার করলে সেটি ব্যাবহার করুন।) ব্যাস আপনার মাউন্টেন লায়ন এর ডেস্কটপ এসে যাবে। কনগ্রাচুলেশন আপনার মাউন্টেন লায়ন ইনস্টল সম্পন্ন হয়েছে। পরের পর্বে বুটলোডার/ড্রাইভার/অপটিমাইজেশন এর বিস্তারিত থাকবে। ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন, সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৮