-
-
-
-
-
-
-
-
-
-
প্রত্যেকটা রাত তোকে গিলতে গিলতে
আমি বুঝে যাই ফেঁসে গেছি
জাহাজী যেমন,
মনে হয় মাঝ সমুদ্রে ডুবে আছি।
আমি তোর সমুদ্র ছেড়ে
বন্দরে ফিরতে চাইলে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।
প্রত্যেকটা রাত আমি ঢলতে ঢলতে
আমি বুঝে যাই ছুঁয়ে আছি
মাতাল যেমন,
মনে হয় তোর মদে ডুবে আছি একশো বছর।
আর তোকে ছেড়ে ফিরতে চেয়ে ঘরে -
তবু তোর কাছে ফিরে এলে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।
তবু ছাড়তে ছাড়তে তোকে
ঘরে ফিরতে ফিরতে একা,
এবারো বসন্ত এসেছে যেভাবে
সেভাবে তোকে আমি চাইছি।
প্রত্যেকটা দুপুর আমি এপাশ ওপাশ ফিরে শুলে
আমি বুঝে যাই বিঁধে আছি
দেয়াল লেখা যেমন,
মনে হয় তোর সেইফটিপিনে আটকে আছি।
আর তোকে ছেড়ে - টেড়ে শহুরে দেয়ালে
লেপ্টে যেতে চাইলে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।
প্রত্যেকটা সন্ধ্যেতে এসব কানাগলি ধরে হেঁটে এলে
আমি বুঝে যাই আটকে আছি
সমুদ্র যেমন,
মনে হয় তোকে বালির মতো ছুঁয়ে ফিরে যাচ্ছি স্রোতে।
আর তোকে ছেড়ে - সত্যি যেতে চাইলে দূরে
সৈকতে ফিরে আসবনা বলে,
আবার আসতে হলে ফিরে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।
আমি রোজ রোজ ফেঁসে গিয়ে
কত রাতে তোর আঁচলের আলো পুড়িয়েছি হাতে,
আমি রোজ রোজ ভেসে এসে
নক্ষত্রের এই আকাশের নিচে শুয়ে
তোর ঠোঁটে কথা বলেছি সারারাত।
তবু ছাড়ব ছাড়ব করে তোকে
ঘরে ফিরতে ফিরতে একা,
এবারো বসন্ত এসেছে যেভাবে
সেভাবে তোকে আমি চাইছি।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০