-
-
-
-
-
-
-
-
-
-
তোমার শহরে একটা একটা করে বাতি নিভে গেলে
ঘুমিয়ে গেলে চৌরঙ্গীর সবচেয়ে ক্লান্ত দারোয়ান,
সেলসম্যানেরা সব বিরক্ত হলে রাতভর; স্বপ্নের ভেতর।
অহেতুক কুকুরের ডাক থেমে থেমে এলে,
এমন আশ্বিনের শেষে সব স্বপ্নদের মিথ্যে মনে হয় যদি,
আর ঘুমের দলেরা যদি রাত করে চোখে ফেরে-
যদি একা মনে হয়,
যদি কখনো ক্লান্ত লাগে ওসব নীল দালানের ভীড়ে।
তুমি ফেলে এসো নীল দালানের পরে,
যেখানে জোছনা আছে, আছে জোনাকের রাত
এখানে নক্ষত্র আছে জ্বলে, তার একান্ত ব্যক্তিগত নারীর তরে!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৩