-
-
-
-
-
-
-
-
-
আধপোড়া কতো সিগারেট শুয়ে আছে নীল খাম জুড়ে
কতো প্রেম পুড়ে গেছে অক্ষরে অক্ষরে
এই শহরের তারে;
বৃদ্ধ ওয়েবে লেপ্টে আছে যতো,
এই আমাদের ঘাম-গাঢ় নিশ্বাস,
হেঁয়ালি, অবহেলা, হু, হ্যাঁ,আর দীর্ঘতম চুম্বন।
তাও, সেইসব হিস্ট্রি মুছে ফেলে রাতের অন্ধকারে
ভুলে গেছি বলে চুরি করে ডুবে গেলে মদে
একা ছাদে তারাদের তিমিরে
তাও, ভালো থাকা যাবে?
কাব্যকে ভুলে থাকার রাতে কবিরা ভালো থাকে কবে?
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫