-
-
কোচিং শেষ করে নীলিমা এলো। আমি বাইরে ততক্ষণে বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছি। মেজাজটা খিটখিটে হয়ে আছে। চাচ্ছিলাম নীলিমাকে সেটা বোঝাবো। কি মনে করে লুকিয়ে ফেললাম। নীলিমা এসে জিজ্ঞেস করলো,
- কি ব্যাপার এভাবে তাকিয়ে আছ কেন?
দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম
-> কিভাবে তাকিয়ে আছি?
- এই যে। মহাবিরক্ত। আমি একটু অপেক্ষা করতে বলেছি তাতেই রেগে গেছ মনে হচ্ছে।
মনে মনে নিজের ওপর আরেক ধাপ বিরক্ত হয়ে গেলাম। চাইলাম মেজাজ লুকিয়ে রাখতে আর এই মেয়েটা সব ধরে ফেলছে। মুখে হাসি এনে বললাম,
-> একটু মেজাজ খারাপ ছিলো। কিন্তু তোমাকে দেখেই সব উবে গেছে।
নীলিমা স্বাভাবিকভাবে ঘাড় দুলিয়ে খালি রিক্সা খুঁজতে খুঁজতে বললো,
- তারমানে সত্যিই তোমার মেজাজ খারাপ ছিলো! আমিতো আরও আন্দাজে ঢিল মেরে যাচাই করলাম। আমার আন্দাজ লেগেও গেলো!
আমি তখন নিরুপায়। কিছুতেই কিছু মিলছেনা। এদিকে নীলিমা বলে যাচ্ছে,
- শুনো, মেজাজ খারাপ কোরোনা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি একটু শান্ত হও। এমনিতেই আমাদের এখন আর দেখা হয়না আগেরমতো। আর যেটুকু দেখা হলো সেটুকুও যদি বৃষ্টি বাদলায় ভেজার জন্য খিটখিটে হয়ে থাকো তাহলে সেটা ভালো লাগেনা। একটা রিক্সা দেখোনা। আমিতো কিছুই পাচ্ছিনা।
নীলিমার এরকম কথা শুনে আমি ততক্ষণে শান্ত হয়ে গেছি। আসলেই আমাদের মাঝে কোথায় যেন দূরত্ব হয়ে গেছে। এরকম হবার কথা ছিলোনা কখনও। কিছুটা স্মৃতি রোমন্থন করতে ব্যস্ত ছিলাম। এমনসময় আবার তাড়া পেলাম। এবার বৃষ্টির মাঝেই এগিয়ে গিয়ে একটা রিক্সা ঠিক করলাম। আমরা উঠে পড়লাম। আমি পর্দা নিতে চাইলে নীলিমা বললো,
- উফ, তুমি একদম বেরোমান্টিক হয়ে গেছ! আজ আমরা হুডখোলা রিক্সায় ভিজবো!
-> মোবাইল ভিজে যাবেতো। একটাই মাত্র মোবাইল। কতোকাজে লাগে!
- এই যে আবার। তুমি বসোতো। মোবাইল আমাকে দাও। ঐ চিন্তা আমার। তোমার মোবাইল ভিজবেনা।
রিক্সাওয়ালাকে বলা হলো, মামা আপনি রিক্সা চালান বৃষ্টি না থামা পর্যন্ত, আপনার টাকার চিন্তা করা লাগবেনা।
আজকে নীলিমার কি হয়েছে এইবার আমি সিরিয়াস ভাবতে শুরু করলাম। শেষ কবে আমরা এরকম রোমান্টিসিজমে ভুগেছিলাম? মনেও নেই। বছরখানেক ধরেই আমাদের সম্পর্কে উঠা নামা চলছে। আমার বেকারত্ব আর নীলিমার বাসায় বিয়ের চাপ। মেয়েটা আমাকে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে। আমিও হু হা করি, ওর অবস্থাটা বুঝি।
এইসব ভাবতে ভাবতে হঠাৎ টের পেলাম আমার ঠোঁটে নীলিমার ঠোঁট। খুব গাঢ় একটা চুমু, তারপর সেই হাসিটা! যে হাসিতে মুগ্ধ হতাম সবসময়।
এরপর নীলিমা বললো, "কাল আমার বিয়ে!"
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫১