-
-
-
-
-
-
-
দৃষ্টির ওপারে দৃষ্টি রেখে
ছুঁয়ে দিই বিভ্রম স্মৃতির প্যারোডি,
রীতিবিরুদ্ধ আঁশটে বর্ষায়
উবে যায় বুকের উষ্ণ সাহস,
তোলপাড় করা আঙুল সামলে
একাকীত্ব ঠেলে
স্পর্শ করি আশ্চর্য হাস্যদৃশ্য!
কিছু অনিরাপদ প্রশ্নের মুখোমুখি হলে
অপেক্ষমাণ সন্ধ্যায় নেমে যাই
সৌন্দর্য আর মায়ার মধ্যবর্তী জাংশনে,
অসামাজিক চুম্বনের আবদার খসে পড়ে
গোত্তা খাওয়া উচ্চাভিলাসের মতো।
প্রিয় গল্পকার এবং বড় ভাই হাসান মাহবুবের আশ্চর্য হাস্যদৃশ্য গল্পটি থেকে কথাটি পেয়েছি। এই কথাটা মাথার মধ্যে ঘুরতেছিলো, হঠাৎ করেই লিখে ফেললাম। একারণেই পোষ্টটি তাকে উৎসর্গ করা।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯