-
-
-
-
-
-
হাত বাড়ালেই চোখ ভর্তি হাহাকার আর রুমালের ভাঁজে হাঁসফাঁস করা দীর্ঘশ্বাস
যমুনাতীরে নামে প্রাচীন অন্ধকারের সীমারেখায় আটকে থাকা অশ্রুগাঁথা,
অজানা বালুকাবেলায় স্বপ্নছেঁড়া বিষাদগুলো লেপ্টে যায় শিষ বাজিয়ে।
আর্তনাদী আত্মারা সামু্দ্রিক দুঃখ অস্বীকার করে দু'কুলে ভাঙে নীলবেদনা
অসহ্য আকাশের নীচে গুপ্তমন্ত্রে খোলে নিস্পৃহ ঠোঁটের দুঃষ্প্রাপ্য হাসি,
আগুনে পুড়ে বিষণ্ণ ম্যাগপাই কানপেতে শোনে ভায়োলিনের কাতরতা।
ইদানিং মায়ার প্রখরতা মাপতে গিয়ে রীতিমত কমেডি হয়ে যায় নিবেদিত প্রেম
মনস্তাত্ত্বিক শর্তারোপের যানজট মুছে সন্ধি প্রকল্পে চাই মনোলগের শেষ দৃশ্যায়ণ,
কেউ হয়তো সারকাজমের পথে বিছিয়ে দেবে বিস্মৃত কোন লাল রঙা নদীর ঢেউ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:২২