-
-
-
-
-
-
অবদমিত স্মৃতিরা সাঁতার কাটে নিউরণ সেলে
যতই ভুলতে চাই রোদউল্লাসে বুঁদ হয়ে থাকা স্বপ্নচর
অথচ গোপন টানেল আঁকড়ে ধরে রক্তক্ষত ধূসর অক্ষর।
সময় গিলে খেয়েছে বেদনা মুছে দেওয়া চোখের অনুভূতি
তবুও আশায় থাকি ফের দরজায় কড়া নাড়বে
স্বাভাবিক যাপনের সুখে থাকা ফিঙেরা।
ভাঙা ঘড়ির কাঁটায় বিমর্ষ ঝুলে থাকে পুরানো ভায়োলেন্স
পরিচিত সমাজের অমানবিক ধান্দাবাজি মুখোশে ঢেকে যায়
লাল নীল সুগভীর বিষণ্ণতার বিকারহীন বাণিজ্যের চিহ্ন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩