আবার আসিব ফিরে তোমার চোখে দৃশ্যের ভীড়ে
কাঁচের চুড়ি নয়তো তোমার চার দেয়ালের রঙ হয়ে,
হয়তো বাতাস হয়ে দোলাবো খোলা এলো চুলে
নয়তো ঘুম স্বপ্নে আসবো কোন এক আবছা ভুলে।
তোমার লুকানো ডায়েরির ছেঁড়া পাতা জুড়ে আংশিক কবিতায়
আবার আমি আসিব ফিরে চাঁদের আলো একাকী বারান্দায়।
হয়তো তোমার ঠোঁটের ভেজা ঘাম
নয়তো কপোলের কালো তিল হয়ে
আবার আমি আসিব ফিরে তোমার,
দুহাত বাড়ানো রঙিন স্বপ্নে অন্তঃসার
আলোর সীমানা জুড়ে গাঙচিলের ডানায়।
হয়তো অবহেলায় পড়ে থাকা পেন্সিল
নয়তো ঘরের কোণে মাকড়শার ঝুল
হয়ে আসব ফিরে অবচেতন ভাবনায়,
ভুলে যাওয়া কোন আবেগী উৎসবের
আলো জ্বেলে স্বপ্নভঙ্গের বেদনা সরিয়ে।
তোমার রাত দুপুরের মনোলগ থেকে চুরি যাওয়া নিঃশ্বাসে
আবার আমি আসিব ফিরে গত জীবনের স্মৃতি মুছে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২