দুই নতুন ট্রেকারকে নিয়ে এই পহেলা বৈশাখের গনগনে রোদে ট্রেকিং করতে গিয়েছিলাম বগালেক ও কেওকারাডং। ইচ্ছে ছিল বগালেক-কেওকারাডং-জাদিপাই হয়ে তাজিংডং এর চুড়া ছুয়ে থানচি দিয়ে বেরিয়ে যাব। কিন্তু বাধ সাধলো সেনাবাহিনী। নিরাপত্তাজনিত কারনে কেওকারাডং এর পর যাওয়া যাবেনা। গাইডের প্রতি পরিষ্কার নির্দেশনা যদি কোন গাইড সেনাদের ফাঁকি দিয়ে কোন ট্যুরিষ্টকে নিয়ে কেওকারাডংয়ের সীমা অতিক্রম করে তাহলে পারমিট তো বাতিল হবেই, সোজা বাংলায় শক্ত মাইর ও দেয়া হবে। সুতরাং কেওকারাডং পর্যন্ত গিয়েই সন্তুষ্ট থাকতে হলো। এ পথে এটি আমার তৃতীয়বার ভ্রমন, আর যাত্রা পথের ছবি নিয়েই এই ছবি ব্লগ।
বগালেক পাড়া
পড়ন্ত বিকেলে বগালেক
বগালেক পাড়া
বগা লেকে শাপলার সমাহার
উপর থেকে দেখা বগালেক আর্মি ক্যাম্প
বাঁয়ের উঁচু চুড়াটি কেওক্রাডং
দার্জিলিং পাড়া
ঐ দুরের পথ চলে গেছে কেওক্রাডংয়ের চূড়ার দিকে
ভোটের হাওয়া লেগেছে এই প্রত্যন্ত পাহাড়ি জনপদেও
জুম চাষের জন্য পাহাড়ের বলাৎকার
দার্জিলিং পাড়ায় স্বাগতম
পাহাড়ের সবচে পরিচ্ছন্ন জনপদ দার্জিলিং পাড়া
দার্জিলিং পাড়া যাবার পথে কোন এক শ্রান্ত পথিক লিখে গেছে এই সতর্ক বাণী
হেলিপেড থেকে কেউক্রাডং চূড়া
দার্জিলিং পাড়া (কেউক্রাডংয়ের চূড়া থেকে)
তাজিংডং ঐদিকে
জাদিপাই যেতে না পারার দুঃখে তাকিয়ে তাকিয়ে দেখছি
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫