এই সিরিজে আমি ঢাকার আশে পাশে ঘুরোঘুরির জায়গা গুলোর ছবি শেয়ার করার ইচ্ছা রাখি যার সৌন্দর্য প্রায়শই আমাদের চোখ এড়িয়ে যায়। ঘুরতে গেলেই আমরা মাঠের পাড়ে দুরের দেশের কথা চিন্তা করি। কিন্তু আমাদের এই ঢাকার আশে পাশেই নানা জায়গা আছে যেখানে অল্প আয়াসে প্রকৃতির দর্শন পাওয়া যায় অথবা দেখা মেলে প্রাচীন স্থাপত্য কর্মের চমৎকার নিদর্শন।
তেমনি একটি জায়গা জল ও জঙ্গলের কাব্য। ইট পাথরের ঢাকা শহরের যান্ত্রিকতায় পিষ্ট মানুষদেরকে প্রকৃতির সান্নিধ্য দিতে সকল প্রকার কৃত্রিমতা বর্জিত এই রিসোর্টটি ভালো লাগায় ভরিয়ে তুলবে প্রকৃতি প্রেমিকদের। ঢাকার অদুরে পুবাইল এর কাছে এর অবস্থান। চারপাশে সবুজ গ্রাম আর বর্ষাকালে জলাভুমি আর শীতকালে ধূধূ মাঠ ঘেরা এই স্থানটি এক বেলা কাটিয়ে আসার জন্য চমৎকার। বাঁশের মাচায় শুয়ে বসে প্রকৃতি উপভোগ করতে করতে স্বাদ নিতে পারেন মাটির চুলায় রান্না করা নানা পদের চমৎকার সব খাবারের। গোসল কিংবা সাতার কাটার জন্য রয়েছে বিরাট এক পুকুর, বর্ষায় চাইলে নৌকা নিয়েও ঘুরতে পারেন রিসোর্টের আশে পাশের আদিগন্ত জলাভুমিতে, তুলতে পারেন শাপলা শালুক। ঝুম বৃষ্টি দেখার জন্য আমার মতে এই মুহুর্তে ঢাকার আশেপাশের মধ্যে সেরা জায়গা এটি।
সকালের নাস্তায় পাবেন খেয়ে শেষ করতে পারবেননা এমন পরিমান রুটি, পরোটা, চিতই পিঠা, ডিম, মুরগি ভুনা, ভাজি। আনলিমিটেড চা কফি তো আছেই। ফাকে ফাকে আসতে পারে চালতা, আমড়া কিংবা জামবুরার ভর্তা। দুপুরের খাবার শেষ করতে হলে আপনাকে বিশেষ ভোজন রসিক হতে হবে। মিলবে ভাত, পোলাও, ইলিশ পাতুড়ি, ছোট মাছের চর্চড়ি, মাছ ভাজা, ঝাল মুরগি, নানা পদের শাক, কাঠালের বিচির ভর্তা, সবজি, চালতা কিংবা আম ডাল। বিকেলে তালের পিঠা কিংবা ছোলা-পেয়াজু। চিত্তের ক্ষুধার জন্য আছে বাউল গান আর চারপাশের মায়াবি প্রকৃতি। সঙ্গে বৃষ্টি হলে তো কথাই নেই। এসবই পাওয়া যাবে জনপ্রতি প্রায় ২০০০ টাকার মধ্যে।
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে উত্তরা হয়ে টঙ্গী পার হবেন। তারপর ডান দিকে টঙ্গী ষ্টেশনের দিকে আহসান উল্লাহ্ মাষ্টার ফ্লাইওভার পার হয়ে সোজা মীরের বাজার। সেখান থেকে ডানে বায়ে না গিয়ে আবারো নাক বরাবর যেতে থাকলে রেল লাইনের ঠিক আগে পুবাইল কলেজের কাছেই হাতের বায়ে পুবাইল-জয়দেবপুর রাস্তা শুরু। ঐ রাস্তা ধরে আঁকাবাঁকা পথে কিছুদুর গেলেই হাতের ডান দিকে জল ও জঙ্গলের কাব্য। বড়সড় কোন সাইনবোর্ড নেই তাই একটু খেয়াল রাখতে হবে। স্থানীয়রা এই নামটিতে অভ্যস্ত নয় তাই তাদেরকে জিজ্ঞেস করলে সঠিক উত্তর নাও পেতে পারেন। আহসান উল্লাহ মাষ্টার ফ্লাইওভার থেকে গুগল ম্যাপ ধরে গেলে ভালো হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬