পুলিশের দাবী গণপিটুনিতে মৃত্যু হয়েছে ৩ যুবকের।
আপনি যদি পুলিশের এই মিথ্যাচার বিশ্বাস করেন, তাহলে এই নিহত তিন যুবকের সুরতহাল প্রতিবেদনটা পড়ে নিন।
তার পর মন্তব্য করুন।
------------------------------------------------------------------------------
১। অজ্ঞাত (২০) তরুণের শরীরে ২২ রাউন্ড গুলির চিহ্ন রয়েছে।
- তার বামহাতের কব্জি ভাঙা ও ৪ টি গুলির ছিদ্র রয়েছে।
- ডানহাতে জখম, বুকে ৮ টি, পেটে একটি ও পিঠে ৯ টি গুলির চিহ্ন রয়েছে।
-তার সারা শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন উল্লেখ করা হয়েছে সুরতহাল প্রতিবেদনে।
২। অজ্ঞাত (১৯) যুবকের শরীরে ১৮ টি গুলির চিহ্ন রয়েছে।
- এরমধ্যে গলার বামপাশে ২টি,
- ডানহাতের কনুইয়ের ওপর ২টি,
-বাম হাতের বগলের নিচে ২ টি,
- বুকে ২ টি,
-নাভির ওপরে ও নিচে ২ টি,
- পিঠে ৫টি,
- পাঁজরে ২ টি এবং কোমড়ের বামপাশে একটি গুলির চিহ্ন রয়েছে।
- তার সারা দেহে রক্তের দাগ রয়েছে।
৩। অজ্ঞাত (২০) যুবকের শরীরের বিভিন্ন অঙ্গে ১৬ টি বুলেটের চিহ্ন পাওয়া গেছে।
- এরমধ্যে মুখের থুতনিতে একটি,
-ডান হাতের কব্জির ওপরে ৮ টি,
-হাতে একটি,
-বাম কানে ২টি
-এবং বুকে ৪ টি গুলির চিহ্ন পাওয়া গেছে।
অথচ এদের তিনজনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল।
পুরো খবরের লিঙ্কঃ Click This Link