আমি দেখলাম একটি সোনার স্তম্ভ পৃথিবী থেকে বেহেশ্তের দিকে উঠে গেছে।
২.
আমি দেখলাম একটা কালো তোয়ালে
বেহেশ্ত থেকে পৃথিবীর দিকে ঝুলছে।
৩.
আমি দেখলাম বলকাতে থাকা তিনটি কেটলি:
একটা তেলের, একটা ঘিয়ের আর একটা জলের,
এবং তেল সিদ্ধ হচ্ছে ঘিয়ের উপর,
এবং ঘি জলের উপর
কিন্তু জল সিদ্ধ হচ্ছে একদম নিজে থেকে।
৪.
আমি দেখলাম এক বুড়ো ঘোড়াকে, তার বাছুরসহ
এবং একটা কালো ঈগল শিকড় ধরে বয়ে আনছে ঘাস
এবং এগিয়ে ধরছে ঘোড়াটার সামনে
যখন বাছুরটা হ্রেষাধ্বনি দিচ্ছে খুব।
৫.
আমি দেখলাম গোবর-গাদায় শুয়ে আছে কুক্কুরী
আর তার গর্ভ থেকে ছানাগুলো ডাকছে।
৬.
আমি দেখলাম পিচে মজ্জমান বহু সন্ন্যাসী
বিলাপ করছেন কেননা তারা বেরিয়ে আসতে পারছেন না।
৭.
আমি দেখলাম একটি সুন্দর ঘোড়া
ঘাস খাচ্ছে দুটি মাথা দিয়ে
একটি সামনে, অন্যটি পেছনে।
৮.
আমি দেখলাম মহামূল্য মনি-রত্ন, পাথর ও রাজ-সম্পদ
সমস্ত রাজ্যে ছড়ানো
কিন্তু আগুন নেমে এলো বেহেশ্ত থেকে
আর সবকিছুকে পুড়িয়ে ছাই করে দিলো।
৯.
আমি দেখলাম ধনীরা মজুরদের দিচ্ছে হয়
সোনা নয়তো রূপা কিংবা চাল,
কিন্তু যখন তারা চাইছে নিজেদের পুরস্কার
কেউই তখন নাই।
১০.
আমি দেখলাম অমঙ্গল-মুখা পাথরগুলো নেমে আসছে
আসমান থেকে
এবং হাঁটছে সারা দুনিয়ায়।
১১.
আমি দেখলাম কাস্তে-চালানো মাঠে তিনজন কুমারী
বহন করছে সূর্যরশ্মির রাগ তাদের মাথার উপরে
এবং মিস্টিগন্ধী ফুল মাথার ভেতরে।
১২.
আমি দেখলাম মানুষগুলোর ফালি করা চোখ,
হিংস্র নখ এবং ঊর্ধ্বমুখী চুল,
এবং এরাই ছিল শয়তানের চাপরাশি।
চার্লস সিমিককৃত ইংরেজি অনুবাদ থেকে
উৎস: নর্টন এনথলজি অফ ওয়ার্লড পোয়েট্রি
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৩