কবিতা: নষ্ট প্রহর (৩০ সেপ্টেম্বর, ২০১৭)
একটা নষ্ট প্রহরের গল্প শুনবে?
যে প্রহরে রুদ্রঝড় আসে মরুদ্বীপে,
জ্বালিয়ে দেয় কারো লোমশ বুক!
স্মৃতি হাতড়ে সেই প্রহরে বড্ড অখুশি শহুরে কবি;
তার প্রেয়সী আজ গেছে রোদেজলে হারিয়ে।
দৃষ্টি ক্ষীণ হয়ে আসে কবির,
হয়ে যায় তার মন আজ উতলা,
অস্খলন ঘটে মননে, কল্পনায় নেমে আসে অন্ধকার রাত!
সেই শিহরিত কবির অন্তঃপটে তোমার রেখে যাওয়া পদচিহ্ন-
যেন অমাংসল... বাকিটুকু পড়ুন