পার্কের এন্ট্রিতে পার হলে একটা জায়গা থেকে দেখলাম ছুোট লঞ্চ-এ করে নীল জামা গায়ে অনেক লোক একদম জলপ্রপাতের নীচে যাচ্ছে । সবার গায়েই নীল ! আবার আরেকটা লঞ্চ দেখলাম সবার গায়েই হলুদ । আসলে এগুলো সব রেইন কোট। টিকেট কেটে এসব লঞ্চে করে ফলস এর নীচে নিয়ে যায় । বিশাল পানির পতনে পুরো এলাকাটা কুয়াশায় ঢেকে যায় । বিন্দু বিন্দু জলে গায়ের জামা কাপড় সব ভিজে যায় । মাথা পিছু বিশ ডলার ভাড়া । রেইনকোট ফ্রী । আসলে ঠিক রেইনকোট না - একদম পাতলা প্লাষ্টিকের আবরণ ওয়ান টাইম ইউজ । আবার কানাডা সাইড থেকেও লঞ্চ ছাড়ে । দু দেশের লঞ্চের যাত্রীদের রেইনকোটের রং আলাদা । আমেরিকাম হলে নীল আর কানাডা হলুদ।আমার কাছে বিশ ডলার অনেক টাকা - কিন্তু এসুযোগ মিস করা যায় না । প্রথমে ভেবেছিলাম লঞ্চে উঠে পাণিতে লাফ দিব । এরপর স্রোতের সাথে ভেসে ভেসে একপাশ উঠে যাব । কিন্তু শেষ পর্যন্ত সাহষ হল না । পানিতে অসংখ ছোট ছোট বুদবুদ ছিল । সম্ভবত এসব জায়গায় লাফ দিলে আর বাচার আশা ছিল না । বুদবুদের কারণে পানি আপনার শরীরে স্বাভাবিক চাপ প্রয়োগ করবে না । তাই সেখানে ভেসে থাকা সম্ভব হবে বলে মনে হয় না ।
যাই হোক লঞ্চটা ফলসের বেশ কাছে যায় , একদম নীচে যেতে পারে না । কাছে গেলেই উত্তাল পানিতে প্রচুর দুলতে থাকে । ফিরে এসে আবার পার্ক এরিয়া দিয়ে হেটে সামনে এগিয়ে চললাম । এর পর দেখা মিলবে একটা ব্রীজ - যেটা দিয়ে আমেরিকান ফলস পার হতে হয় । আমেরিকান ফলস মুল হর্স সু ফলস থেকে আলাদা হয়েছে একটা দ্বীপ দিয়ে । এর নাম গোট আইল্যান্ড। সেটাও আমেরিকার ভিতরে । আর মূল হর=ষ সু ফলের একপাশ আমেরিকা , অন্য পাশ কানাডা । এখানে স্রোতও বেশী , পানিও উত্তাল ।
আমেরিকান ফলস মুল ধারার চার ভাগের একভাগ হবে । এরও চার ভাগের একভাগ বা আরো ছোট একটা শাখা পাশাপাশি বয়ে চলেছে । এর নাম ব্রাইডাল ফলস। অন্যান্য বিভিন্ন জায়গার সাইন লাগানো আছে " পানিতে নামা নিষেধ" গোট আইল্যান্ডের পাশে ব্রাইডাল ফলস - এর কাছে একটা জায়গা পেলাম ভীরও কম, এমন কোন সাইন -ও নেই । সুযোগ বুঝে এখানেই নেমে পড়লাম । প্রথমে ধীরেড ধীরে, সাবধানে পা ফেলে । কিছু জায়গায় দেখলাম স্রোত খুব বেশী , টেনে নিয়ে যায় । সে জায়গাগুলো এড়িয়ে হাটু পানি ভেংগে কম গভীর কিছু জায়গা পেলাম, পাতা পনির মত গভীর । সেখানে স্রোত একদম কম । সেখানে গিয়ে কিছুক্ষণ বসলাম ।
কিছু লোক জমে তামশা দেখছিল । এদের কেউ হয়ত পুলিশে খবর দিয়েছিল । প্রায় ১০-১৫ মিনিট পর পানি থেকে উঠে এলাম । পাড়ে উঠে দু-কদমও দেইনি । গাছের আড়াল থেকে হ্যান্ড কাপ হাতে করে দুজন পুলিশ হাজির । দুজনের কথা বার্তা :
: Trying to be hero
: Seems to be religious
: Seems to be religious but dangerous man ...
হ্যান্ডকাপ পড়িয়ে সোজা নিয়ে থানায় । পথে জানটে চাইল বাড়ি কৈ ? ( (You R from ?) ভিসার স্ট্যাটস কি ? কোথায় পড়ি ? বর্তমানে এনরোল করা আছি কিনা ? সামনের সেমিষ্টার কবে ?কত ক্রেডিটের জন্য এনরোল করব ? গ্রাজুয়েট স্টুডেন্ট না আন্ডার গ্রাড ? ( বিদেশী গ্রজুয়েট স্টুডেন্টদের ফলে কমপক্ষে ৯ ক্রেডিটের জন্য এনরোল করতে হয় )
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫