আধুনিক অর্থনৈতিক সংগার একটা দেশের অর্থনীতিতে সবারই অবদান থাকে। তবে যদি দেশের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতির কথা বলেন তবে মানলাম তাদের বিশেষ অবদান নাই।
কিন্ত দেশটাকে যারা ধংস করছে, তারা কি মোল্লা? শেয়ার বাজারের দরবেশ, ব্যংক লুটেরা হলমার্ক, পদ্মা সেতুর কমিশন খোর, টেন্ডারবাজ, চাদা বাস, ঘুষ খোর, কমিশন খোর, বনখেকো, নদী খেকো এরা কি মোল্লা?
নাকি প্রগতিবাদী, দেশের সেবায় নিবেদিত রাজনীতিবিদ, উচ্চশিক্ষিত প্রজুক্তিবিদদের থেকেই উপরের সোনার ছেলেদের জন্ম?
দেশের প্রতিটা মানুষ যদি ডাকাতি-বাটপারি না করে তার স্বাভাবিক দয়িত্বটা মোটামুটি ভাবে আদায় করে যান, তাহলেই যে ব্যপক সম্ভবনাময় আমাদের দেশটার প্রভুত উন্নতি যে ধারাবাহিকভাবে হটে থাকবে সেটা কি আপনি অনুভব করতে পারেন?
একজন সরকারী চাকুরে জীবি যদি তার স্বাভাবিক দায়ইত্বটুকু পালন করেন, ( মোল্লা হোক আর না হোক ) একজন চাল ডাল তেল ব্যাবসায়ী যদি সিন্ডিকেট না করেন, খাদ্য ব্যবসায়ীরা যদি বিষ না মিশান - ঠিক খারটাই বাজারে পরিবাশন করেন, বাংক কর্মকর্টা যদি লুটপাটের রাস্টা লা খুলেন, কলকারখানার মালিক যদি " স্বাভাবিক" লাভের চেষ্টাটাই করেন, শ্রমিকরা যদি সিবিএ করে মালিককে জিম্মি না করেন, কারণে অকারণে কারখানা পুড়িয়ে না দেন, রেল -বিআর টি সির কর্মচারী যাত্রীদের ভাড়ার টাকা সরকারের ভান্ডে জমা দেন, কালবাজারীতে টিকেট না বেচেন, রেলের তেল আর যন্ত্রপাতি না বেচেন, ডাক্তাররা যদি ওষুধ কোম্পানী - ডায়াগনেস্টিকের পয়সা খেয়ে রোগীদের ফতুর না করেন, ইন্জিনিয়াররা রাস্তাঘাট বাধ ঠিক মত বানান, বিদ্যুতের বিতরণে সৎ থাকেন, খাম্বা-বিদ্যুৎ নাখেয়ে ফেলেন, শিক্ষকরা পাঠ দানে শ্রেণী কক্ষে "স্বাভাবিক" শ্রমটুকুই দেন, ব্ল্যাকমেইল করে টিউশনি কোচিং - এ ছাত্র না নেন,
তবে প্রতযোগিতা মুলক অর্থনীতির পথ ধরে দেশ নিজেই খুজে পাবে তার উন্নতির রাস্তা!
এখন একটু খোজ নিয়ে দেখেন স্বাভাবিক দায়িত্বটুকু মোল্লারা বেশী পালন করে না সোনার ছেলেরা? দেশ কে বাশ কারা দেয়? মোল্লা না অন্যরা?
দেশে দুর্ণীতি থাকলে এটম বোমা ঘরে থাকলেও শক্তিশালী রাষ্ট্র হওয়া যায় না, (পাকিস্তানকে দেখুন) অঢেল তেল সম্পদ থাকলেও গরীব হয়ে থাকতে হয় ( নাইজেরিয়াকে দেখুন)
সবাই মিলে দেশের বাশ মেরে, একটা ক্ষুদ্র জন গোষ্ঠী ( ৫% হতে পারে) যারা অপেক্ষাকৃত কম দূর্ণীতিগ্রস্হ, নিরীহ, তআদের ঘাড়ে দোষ চাপান কতটা যুক্তিজুক্ত?