নোবেল প্রাপ্তিতে চীজ স্যান্ডউইচ এবং হোয়াইট ওয়াইনের ভূমিকার কথা বলাটা একেবারেই হাস্যকর।
টেলনরের সাথে চুক্তি মত জিপি ছেড়ে ওদের চলে যাবার কথা অনেক আগেই। কিন্তু টেলনর হাজার হাজার কোটি টাকার বানিজ্য ফায়দা লুটছে, তার আরেক শরীক গ্রমীন ব্যংক বা তার কর্তাদের অনৈতিক সম্মতিতে।
গ্রমীণ ফোনের পুরা মালিক হওয়ার কথা গ্রমীন ব্যাংকের, আর তার মালিক আবার গ্রামের দরিদ্র মহিলারা! গ্রামের দরিদ্র মহিলাদের যে লাভ পাওয়ার কথা তা যদি পায় ভিনদেশের কোন মহাজন, তার বিনিময় তো কিছু থাকতেই পারে!
তাই অর্থনীতি নয় শান্তিতে নবেল পাওয়াটা যৌক্তিক বেশী। শান্তিতে নবেল দেয় নরওয়ে, আর শন্তিতে সুইডেন। আপনি উপকার করলেন কার? নরওয়ের। সুইডেন কি আপনাকে পুরষ্কার দিবে?
আরেকটা মজার বিষয়, গান্ধিজী কিন্তু শন্তিতে নবেল পান নাই!
বস্তু নিষ্ঠ সমালোচকরা এই বিষয়টাকে কারণ হিসেবে দেখেন নোবেল প্রাপ্তির। অন্য সব গাল গপ্প হাস্যকর।