চাদ দেখা নিয়ে তাল গোল, যোগাযোগ ব্যাবস্হার উন্নতির সাথে সাথে তাল গোল বাড়ছেই! বিশ্বব্যাপী একই দিনে ঈদ-রোজা পালন এই ইসু নিয়ে চিল্লাপাল্লাও বাড়ছে পাল্লা দিয়ে। আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে এক শ্রেনীর ধর্ম ব্যবসায়ীদের আস্ফালন।
ধর্মের জটীল বিশ্লেষনে যাবার আগে আসুন দেখে নেই বাস্তবতা । আশা করি ইসলামের মত একটি ধর্মকে বাস্তবতা বর্জিত মনে করেন না কোন ইসলাম প্রিয় ব্যক্তি, আর ইসলাম প্রিয় ছাড়া করো এবিষয়ে বেশী আগ্রহ থাকার খুব একটা কারণ আছে বলেও মনে হচ্ছে না!
রোজা হোক আর ঈদ হোক নতুন চাদ উঠে সন্ধার পর, আর তার অল্প পরেই তা আবার ডুবে যায়। এখন দেখুন বিকেল ৫টায় ওয়েলিংটনের (জি এম টি + ১২) সূর্য ডুবে গেলে লোকেরা বড় জোর ২০/৩০ মিনিট বা ঘন্টা খানেক অপেক্ষা করে বলে দিবে চাদ দেখ যায় নি। কিন্তু যদি তাবত বিশ্বের চাদের খবর নিয়ে রোজা - তারাবীর সিদ্ধান্ত নিতে হয় ? অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়া - মালয়েশিয়া এমনকি বাংলাদেশের খবর পাবার জন্য! বাংলাদেশের সূর্য ডুবে ৬:৩০ এর দিকে, আর দেখতে হবে কমপক্ষে ৩০ মিনিট ( কমটাই ধরছি), মোট ৬ + ২ = ৮ ঘন্টা অপেক্ষা করতে হবে সবচেয়ে কম সময়ে বাংলাদেশের খবর পেলেও !!!
রাত একটায় বেচারা নি্উজিল্যান্ড বাসী খোজ পাবে তারাবী পড়ারা! আচ্ছা মানলাম, একটা দিন কষ্ট করে কটিয়ে দিল ওরা, কিন্তু বাংলার আকাশেও যদি চাদ না উঠে? আরো ৬ ঘন্টা পুবে লন্ডনে ( জি এম টি ০) দেখতে হবে!
ততক্ষণে রাত কাবার!! তারাবীর কি হবে????
আচ্ছা মানলাম তারাবী একদিন বাদ দিলেন!? তারপর? বিলেতেও চাদ দেখা না দিলে ? যেতে যেতে চলে যান আমেরিকা! আমেরিকার চাদ দেখার সময় পার হলে হতে হতে আলাস্কা ! আলাস্কায় সূর্য ডুবার কয়েক ঘন্টা আগেই নিউজিল্যানডের আগের দিনের সূর্য পপাত! বেচারা নি্উজিল্যান্ড বাসী করবেটা কি? সেই দিনটা কি রোজা রেখে কাটাব? না রোজা ছাড়া? রোজা রাখার পর যদি জানা যায় সেটা রোজার দিন না? হদীসে তো সন্দেহের উপর ভিত্তি করে ৩০শে শাবান রোজা রাখা নিষেধ!
কেউ কোনা হুজুরে কেবলা জান থেকে শুনে বলতে পারে রাখা যেতে পারে! ( হাদীস বিরোধী কথা ) তাদের বলব ঈদের নামাযের কি করবেন? আমেরিকার সন্ধার ছাদের খবর নিতে নিতে নি্উজিল্যান্ড বাসীর ঈদের নামজের টাইম শেষ! নাকি বলবেন সেটঅ পড়বেন রাতের বেলা?
মনোযোগ আকর্ষনে অন্ধ ও প্রচার পাগল ধর্ম ব্যবসায়ীদের এরুপ উদ্ভট দাবীর বাস্তবতা এটাই!
দেখুন আলাস্কার ফোক্স আইল্যান্ডের একটি জায়গার জুন ২০১২ এর নামাজের সময় সুচী :
Click This Link
The western most Aleutian islands and St. Lawrence island are on Hawaii-Aleutian Time, which are 10 hours behind Greenwich Mean Time (GMT-10) and where Daylight-Saving Time is not observed
দেখুন ওয়েলিংটনের জুন ২০১২ এর নামাজের সময় সুচী :
Click This Link
নিউজিল্যান্ডের টাইম জোন জি এম টি + ১২ .
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৬