একজন কোরান শরীফ ও সহিহ হাদীস মানার দাবীদার আগত রমজান উপলক্ষে বিভিন্ন পেপার কাট থেকে আট রাকাত তারাবির বয়ান দিলেন। শুদ্ধ হাদিসে রসুলে করিম সল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ২০ রাকাত তারাবীর কথা পরিষ্কার ভাবে উল্লেখ থাকার পরও ওনাদের আপত্তি। হযরত ওমরের যামানায় সাহাব-একেরামের ইজমায় জামাতের সাথে নিয়মিত ২০ রাকাত তারাবী শুরু হয়, এভাবে চলে ওসমান, আলিসহ
সব খলিফাডের জামানা, ৪ মাযহাবের প্রতিটিতেই তারাবী কমপক্ষে ২০ রাকাত! ১৪০০ বছর ধরে পবিত্র মক্কা-মদীনায় আজো চালো আছে ২০ রাকাত তারাবী। এরপরও ওনাদের আপত্তি। মেইলে লিখলাম :
জনাব, যদি বলেন আবু বকর, ওমর , ওসমান, আলি সহ ওনাদের অনুসারী মুসলমানরা কেউ কোরাণ হাদীস বুঝেন নি, বা মানেন নি, এবং আপনিই কোরান হাদীস বুঝেন এবং মানেন, ওমর , ওসমান, আলি সহ সাহাবারা বেদাত চালু করেছেন, তবে আমি বলব আপনার ধর্মীয় বিশ্বাস এবং আমার ধর্মীয় বিশ্বাস আলাদা। সেই ক্ষেত্রে আপনার সাথে আমার ধর্ম বিষয়ে কথা বলার দরকার নেই।
যদি বলেন ওমর , ওসমান, আলি সহ সাহাবাদের জামাত সঠিক পথ ও মতের উপর ছিলেন তবে - ২০ রাকাত তারাবী পড়েন।
উনি জবাব দিলেন : মুহতারাম,
আপনি তো আমার প্রতি তুহমাত দিলেন। বরং আপনারাইতো সাহাবাদের (রা) অনুসরণ করেন না।
এটাচ ফাইলে সংক্ষেপে প্রমাণ পাবেন, সাহাবাদের আমাল কি ছিল?
বিস্তারিত আলোচনা ই-মেইলে সম্ভব নয়।
এরপরেও যদি না বুঝেন তবে জেনে রাখুন - আল্লাহ তা‘আলাই হিদায়াতাদাতা।
যাঝাকাল্লাহ
উনি পিছলে গেলেন তাই মেইলে আবার লিখলাম : জনাব, যদি বলেন ওমর , ওসমান, আলি সহ সাহাবারা বেদাত চালু করেছেন, ওমর , ওসমান, আলি সহ ওনাদের অনুসারী মুসলমানরা কেউ কোরাণ হাদীস বুঝেন নি, বা মানেন নি, তবে আমি বলব আপনার ধর্মীয় বিশ্বাস এবং আমার ধর্মীয় বিশ্বাস আলাদা। সেই ক্ষেত্রে আপনার সাথে আমার ধর্ম বিষয়ে কথা বলার দরকার নেই।
আগে জানা দরকার আপনার এবং আমার ধর্মীয় বিশ্বাসের ভিত্তি এক কি না?
উনি জবাব দিলেন : Dear Mr. Gaffar Bhai,
We are flow to Quran and shahi Sunnah . Prof. Mahammud ( s) kiamul lail salat was 8+3 = 11 (Bokahri ) and Umar ( R) order to ubai bin kab and tamim dari sum people are flow and read to Kiamul Lail (tarabi ) 8+3= 11 rakat (muattai malek) so kiamul lail is 8+3 including Bitir 11 rakat not 20 rakat. 20 rakat hadith all are jal and joif . Please see the albani tarabi book .so we are flow to Rasul (s) and kholafia rashidin ( Sunnah) not Mazhab . please you can proved me a any kind shahi hadith favour of 20 rakat.
Regards,
আবার পিছলে গেলেন তাই মেইলে আবার লিখলাম : জনাব, আগে জানা দরকার আপনার এবং আমার ধর্মীয় বিশ্বাসের ভিত্তি এক কি না?
যদি বলেন ওমর , ওসমান, আলি সহ সাহাবারা বেদাত চালু করেছেন, ওমর , ওসমান, আলি সহ ওনাদের অনুসারী মুসলমানরা কেউ কোরাণ হাদীস বুঝেন নি, বা মানেন নি, তবে আমি বলব আপনার ধর্মীয় বিশ্বাস এবং আমার ধর্মীয় বিশ্বাস আলাদা। সেই ক্ষেত্রে আপনার সাথে আমার ধর্ম বিষয়ে কথা বলার দরকার নেই।
উনি জবাব দিলেন যথা রীতি আমার প্রশ্ন গুলোর উত্তর না দিয়ে:
Dear Mr. Gaffar Bhai,
We are follow to Quran and shahi Sunnah . Prof. Mahammud ( s) kiamul lail salat was 8+3 = 11 (Bokahri ) and Umar ( R) order to ubai bin kab and tamim dari sum people are follow and read to Kiamul Lail (tarabi ) 8+3= 11 rakat (muattai malek) so kiamul lail is 8+3 including Bitir 11 rakat not 20 rakat. 20 rakat hadith all are jal and joif . Please see the albani tarabi book .so we are follow to Rasul (s) and kholafia rashidin ( Sunnah) not Mazhab . please you can proved me a any kind shahi hadith favour of 20 rakat. I am a Muslim not hanafi and my Religion is Islam ( Quran and shahi Sunnah). I hope you are agree with me follow to only Quran and shahi Sunnah not Kiaus , Histri and story.
Please open the attached file regarding the proper documentary abidance.
Regards,
যেহেতু আবার পিছলে গেলেন তাই মেইলে আবার লিখলাম :
জনাব আমার জিজ্ঞাসা তারাবী নিয়ে নয়, জানাতে চাইছি আপনার এবং আমার ধর্মীয় বিশ্বাসের ভিত্তি এক কি না?
ওমর ওসমান আলি কি আপনার মত কোরান ও সহিহ হাদীস জানতেন? এগুলো মানতেন ? নাকি মনগড়া বেদাত চালু করে ওনারা আমার মত অজ্ঞ মূর্খদের গোমরাহ করেছেন ?
যদি বলেন ওমর , ওসমান, আলি সহ সাহাবারা বেদাত চালু করেছেন, ওমর , ওসমান, আলি সহ ওনাদের অনুসারী মুসলমানরা কেউ কোরাণ হাদীস বুঝেন নি, বা মানেন নি, তবে আমি বলব আপনার ধর্মীয় বিশ্বাস এবং আমার ধর্মীয় বিশ্বাস আলাদা। সেই ক্ষেত্রে আপনার সাথে আমার ধর্ম বিষয়ে কথা বলার দরকার নেই।