এই শহুরে রজনীর আলোর কোলাহল,
বড় বড় অট্রালিকা, কিংবা
আমার চিরচেনা ব্যস্ত পরিমন্ডল;
কিছুতেই আজ আর মন বসে না,
কোথাও ঘটেছে কোনো ছন্দপতন,
নেই আর আগের সেই শিহরণ--
ব্যস্ত পথে ছুটে চলার,
কেউ নেই কোথাও
আমার কথা শোনার,
সবার শুধু রুদ্ধশ্বাস আসা যাওয়া, আর
প্রাণহীন মাংসপিন্ডের মতো কেবলই আমার পড়ে থাকা,
তাদের তিরস্কার আমার প্রতি, তবুও
আমার কেবলই নির্বাক অপলক চোখে তাকিয়ে থাকা,
কারণ আমর দেহখানি অবশ, মনখানি হলুদ পাতার মতো--
ঝরে যাওয়ার অপেক্ষায়,
হয়ত অচিরেই কোনো দমকা হাওয়ায় ঝরে যাবে,
মিশে যাবে ধূলায়,
ঝরা পাতার কান্নার আওয়াজ কেউ শুনবে না,
কেউই হয়ত বলবে না 'বিদায়',
কেউই হয়তো মনে রাখবে না,
মায়ার পৃথিবীতে কেই বা মনে রাখে মায়ায়।